স্টাফ রিপোর্টার: ৩ দিনব্যাপী অনুষ্ঠিত রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজে জমাকালো পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ৩দিনের এ কর্মসূচী শেষ হয়। গত ১০ মার্চ অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের কন্যা ডা. ফারিয়া জামান অর্না। শুক্রবার সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন উড্ডয়ন ও আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার মাধ্যমে পুনর্মিলনীর কার্যক্রম শুরু করা হয়। রাজশাহী সরকারি শিক্ষা কলেজের অধ্যক্ষ রতন কুমার সরকারের সভপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খ. ম রফিকুল ইসলাম, ক্রীড়া পরিদফতরের উপ-পরিচালক নুরুল ইসলাম, সহকারী পরিচালক আক্তারুজ্জামান রেজা, কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান, শামসুল আরেফিন বাদল, অখিল চন্দ্র দাস, খাদেমুল ইসলাম, পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অফিসার মাহবুবুল আলম, অধ্যাপক লুবনা ইয়াসমিন ও হাবিবুর রহমান মজুমদার।
উল্লেখ্য, ১৯৮৩ সালে কলেজটি প্রতিষ্ঠার পর থেকে ২০২২ সাল পর্যন্তু প্রতিটি ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো জমকালো পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। করোনার কারণে সংক্ষিপ্ত হলেও পুনর্মিলনীতে সারা বাংলাদেশ থেকে ১ হাজার শিক্ষার্থী অংশগ্রহন করেণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের ১৯৯৯-২০০০ ব্যাচের শিক্ষার্থী দৈনিক মাখাভাঙ্গার সিনিয়র রিপোর্টার চুয়াডাঙ্গা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি ইসলাম রকিব ও রাজশাহীর খ্যাতিমান উপস্থাপক আব্দুর রোকন মাসুম।