মামলা করলেন সারজিস আলম

স্টাফ রিপোর্টার: সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন তিনি। আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৭ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, মামলাটির তদন্ত চলছে। এ বিষয়ে জানতে চেষ্টা করেও সারজিস আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। মামলার অভিযোগে সারজিস বলেন, ২২ জানুয়ারি সকালে ফেসবুকে লগ-ইন করে দেখতে পাই ‘ডিপার্টমেন্ট অব বাকশাল, ইউনিভার্সিটি অব ঢাকা’ এবং ‘ক্রিমিনালস ডিইউ’ নামক দুটি ফেসবুক পেজ থেকে সম্পূর্ণ বানোয়াটভাবে আমার অব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে কেন্দ্র করে অ্যাডিটেড কিছু চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে একটি পোস্ট আপলোড করা হয়েছে। উক্ত পোস্টের ক্যাপশন এবং অ্যাডিটেড চ্যাটের স্ক্রিনশটের মাধ্যমে আমার বিরুদ্ধে সম্পূর্ণ বানোয়াটভাবে এবং চরম অসৎভাবে মানহানির উদ্দেশ্যে অভিযোগ আনা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More