স্টাফ রিপোর্টার: বেসরকারি স্কুল-কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিষয়ে সুখবর দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে প্রতি শ্রেণিতে ৫৫ জন করে শিক্ষার্থী ভর্তি করা যাবে। বুধবার এ নীতিমালা সংশোধন করে পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়। জানা যায়, মন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধন করেছে। এ অনুযায়ী প্রতিটি একক শ্রেণিতে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা হবে ৫৫জন। আগে শিক্ষার্থী ভর্তির সর্বোচ্চ সীমা ছিল ৪০ জন। প্রতিষ্ঠানগুলো সেই হিসেবে সংশোধিত নীতিমালায় ১৫জন বেশি শিক্ষার্থী ভর্তি করাতে পারবে। এছাড়া সর্বোচ্চ তিনটি শাখা (মূল শাখা একটি ও অতিরিক্ত দুটি) থাকবে। প্রতিটি শ্রেণিতে অনুমোদিত শাখায় কর্মরত শিক্ষকের বাইরে এমপিও দেয়া যাবে না।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.