স্টাফ রিপোর্টার: ভূমিহীন-গৃহহীনদের পাকাঘর নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর তহবিলে ১০ লাখ টাকা দিয়েছেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এমএ রাজ্জাক খান রাজ। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গার চাঁদমারী মাঠে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের নিকট ১০ লাখ টাকার চেক প্রদান করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন ও অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, এনডিসি আমজাদ হোসেন, নিবার্হী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার প্রমুখ।
এদিকে, চুয়াডাঙ্গার কৃতিসন্তান মিনিস্টার মাইওয়ান গ্রুপর চেয়ারম্যান এমএ রাজ্জাক খান রাজ চুয়াডাঙ্গায় দিনব্যাপী ব্যস্ত সময় পার করেছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থপরিকল্পনা উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পর গত বৃহস্পতিবার দুপুরে তিনি চুয়াডাঙ্গায় ফেরেন। গতকাল শুক্রবার সকালে এমএ রাজ্জাক খান রাজ চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, মিনিস্টার মাইওয়ান গ্রুপের জিএম আশরাফুজ্জামান, ডিএম আব্দুল লতিফ প্রমুখ। বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আব্দুর রাজ্জাক খান রাজ। এ সময় পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর সুবর্ণজয়ন্তী উৎসবে আয়োজিত দুস্থ ও গরিবদের মাঝে পাকাঘর নির্মাণের জন্য মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এমএ রাজ্জাক খান রাজ ১০ লাখ টাকার চেক চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করেন। বিকেল ৫টার দিকে প্রত্যাশা সাসাজিক উন্নয়ন সংস্থা ও প্রতিবন্ধীদের সংগঠন ডিপিওদের উদ্যোগে এমএ রাজ্জাক খানকে সংবর্ধনা দেয়া হয়। প্রত্যাশা সাসাজিক উন্নয়ন সংস্থার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থপরিকল্পনা উপকমিটির সদস্য এমএ রাজ্জাক খান রাজ। তিনি বলেন, চুয়াডাঙ্গার শিক্ষিত বেকার ও কর্মক্ষম প্রতিবন্ধীদের আমার কোম্পানিতে চাকরির সুযোগ সৃষ্টি করার পাশাপাশি আগামী রমজান মাস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী প্রদানের বিষয়সহ প্রতিবন্ধীদের নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- করার পরিকল্পনা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিনিস্টার মাইওয়ান গ্রুপের জিএম আশরাফুজ্জামান, ডিভিশনাল ম্যানেজার আব্দুল মতিন, চুয়াডাঙ্গা ম্যানেজার কামরুজ্জামান কাজল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার প্রোজেক্ট অফিসার আজিজুল হক। আলোচনা শেষে এমএ রাজ্জাক খান রাজ প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণসহ সেনিটারি সামগ্রী প্রদান করেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ