প্রধানমন্ত্রীকে নিয়ে ট্রেন চালাবেন মরিয়ম

 

স্টাফ রিপোর্টার: চাকা ঘোরার অপেক্ষায় মেট্রোরেল। উচ্ছ্বসিত প্রথম নারীচালক মরিয়ম আফিজা লক্ষ্মীপুরের মেয়ে। অপেক্ষায় ছিলেন এই মাহেন্দ্রক্ষণের। আজ সেই দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মেট্রোরেল চালাবেন মরিয়ম। আজ দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীই হবেন মেট্রোরেলের প্রথম যাত্রী। দেশের প্রথম মেট্রোরেল চালানোর জন্য বছরখানেক আগে নিয়োগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এই শিক্ষার্থী। মেট্রোরেলের প্রথম নারীচালক হতে পেরে উচ্ছ্বসিত। মরিয়ম আফিজা বলেন, বাংলাদেশের জন্য মেট্রোরেল যেমন স্বপ্নের মতো ঠিক তেমনি মেট্রোরেল আমার কাছেও একটা স্বপ্ন। আমি ট্রেন চালাবো এটা ভেবে খুবই আনন্দ লাগছে। নিয়োগ পাওয়ার পর থেকে অপেক্ষায় ছিলাম এই মাহেন্দ্রক্ষণের। মরিয়ম বলেন, ২০২১ সালের ২রা নভেম্বর আমি নিয়োগ পাই। এরপর থেকেই স্বপ্ন বুনতে শুরু করি। মেট্রোরেল বাংলাদেশের প্রথম। তাই আগ্রহ থেকেই এই চাকরির আবেদন করেছি। এর আগে চালক হিসেবে কোথাও কাজ করিনি। নিয়োগ পাওয়ার পর থেকে আমি কয়েকটি ট্রেনিং করেছি। এখনো ট্রেনিংয়ের মধ্যেই আছি। আমি চালক হিসেবে সবগুলো ট্রেনিংয়ের ধাপ পেরিয়েছি। যাত্রী নিয়ে দ্রুতই চালানো শুরু করবো। সঠিকভাবে সব প্রশিক্ষণ নেয়া এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পেরেছি বলে আমি মনে করি। তারপরও আরও দক্ষতা অর্জনের জন্য প্রতিনিয়ত প্রশিক্ষণ নিচ্ছি এবং শিখছি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর শেষ করে মেট্রোরেলের চালক হিসেবে নিয়োগ পান মরিয়ম আফিজা। গত বছরের ২রা নভেম্বর চালক হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। টানা ১ বছর প্রশিক্ষণ নিয়ে চালক হিসেবে নিজেকে তৈরি করেছেন মেট্রোরেলের এই নারীচালক। জানা গেছে, মরিয়ম আফিজা চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ রেলওয়ের ট্রেনিং একাডেমিতে দুই মাসের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ঢাকায় ফিরে আরো চার মাস প্রশিক্ষণ নেন। উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ নিয়েছেন। এখানে মেট্রোরেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি-কাওয়াসাকি কোম্পানির বিশেষজ্ঞরা ট্রেন পরিচালনার কারিগরি ও প্রায়োগিক নানা প্রশিক্ষণ দিয়েছেন। এরপর তিনি দিল্লি মেট্রোরেল একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন। প্রয়োজনে ট্রেন পরিচালনায় যুক্ত ব্যক্তিদের জাপানেও প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনার কথা জানায় কর্তৃপক্ষ। পুরুষ চালকদের সঙ্গে অন্তত ৬ জন নারীচালক নিয়ে দেশের প্রথম মেট্রোরেলের যাত্রা করার পরিকল্পনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। যাদের মধ্যে মরিয়ম আফিজা উদ্বোধনী দিনই চালকের আসনে বসার প্রস্তুতি শেষ করেছেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক বলেন, মেট্রোরেলের উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবগুলো ট্রেন চালানোর জন্য পর্যাপ্ত চালক নিয়োগ দেয়া হয়েছে। যাদের মধ্যে ৬ জন নারীচালক রয়েছেন। চালকদের প্রশিক্ষণও আমরা শেষ করেছি। ট্রেন যাতে দক্ষতার সঙ্গে চালাতে পারে, তাদেরকে সেভাবে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। মরিয়ম আফিজার বিষয়ে তিনি বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর শেষ করে মেট্রোরেলের চালক হিসেবে নিয়োগ পান মরিয়ম আফিজা। তিনি টানা ১ বছর প্রশিক্ষণ নিয়ে দক্ষ চালক হিসেবে নিজেকে তৈরি করার জন্য প্রস্তুতি নিয়েছেন। ইতিমধ্যে মরিয়ম আফিজা চট্টগ্রামের হালিশহরে রেলওয়ে ট্রেনিং একাডেমি থেকে ২ মাস প্রশিক্ষণ নিয়ে ঢাকায় ফিরে আবারো আরও ৪ মাস প্রশিক্ষণ নেন। তিনি আরও বলেন, বর্তমানে উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেলের বিপরীতে কারিগরি প্রশিক্ষণ নিচ্ছেন। সেখানে মেট্রোরেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি কাওয়াসাকি কোম্পানি বিশেষজ্ঞরা ট্রেন পরিচালনা ও কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ দিচ্ছেন।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More