নারীর ক্ষমতায়ন এবং জেগে ওঠার পেছনে প্রধানমন্ত্রীর প্রচেষ্টা আজ সফল

মেহেরপুরে যুব নারী সমাবেশে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

মেরেহপুর অফিস: সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিতে মেহেরপুরে যুব মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর শহরের শহিদ সামসুজ্জোহা পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুব মহিলা লীগ আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘আজকের এই বিশাল জনসভা প্রমাণ করে যুব মহিলা লীগ নারী জাগরণ ঘটাতে সক্ষম হয়েছে। শেখ হাসিনার সরকার মানে কৃষি বান্ধব সরকার। আমাদের ঠিকানা নৌকা আমাদের ঠিকানা আওয়ামী লীগ। আমাদের ঠিকানা শেখ হাসিনা। আজকের এই ঐতিহাসিক বিশাল জনসভা প্রমাণ করে এখন মেহেরপুরে কোনো দুর্বৃত্তায়ন নাই, কোনো সন্ত্রাস নাই, মেহেরপুরে কোন চাঁদাবাজ নাই। যারা মেহেরপুরের উন্নয়ন দেখে ঈর্ষা করে তারাই প্রধানমন্ত্রীর বিপক্ষে কথা বলে। তিনি আরও বলেন, আজকে নারীরা জেগে উঠেছে। নারীর ক্ষমতায়ন এবং জেগে ওঠার পেছনে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রচেষ্টা, তা আজ সফল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় নিম্ন আয়ের দেশ থেকে বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। আগে শিশুদের বই পেতে বছরের মধ্যভাগ পেরিয়ে যেত। জুন-জুলাই এর দিকে শিশুরা বই পেতো। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় শিশুরা আজ বছরের প্রথম তারিখে বিনামূল্যে বই পাচ্ছে। সমাবেশে নারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল সহকারে উপস্থিত হোন। মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট রুতশোভা মন্ডলের সঞ্চালনায় মেহেরপুর জেলা যুব মহিলা লীগ সভাপতি সামিউন বাসিরা পলির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী পতœী সৈয়দা মোনালিসা ইসলাম। সমাবেশের প্রধান বক্তা সৈয়দা মোনালিসা ইসলাম বলেন-আজকের এই জনসভায় উপস্থিত হয়ে বুঝতে পারছি সব নেতার চাইতে শেখ হাসিনাই ভালো, শেখ হাসিনা সরকার বারবার দরকার আজকের এই বিশাল সভা এটাই প্রমাণ করেছে, তিনি আরও বলেন বাংলাদেশ আওয়ামী লীগের কাছে যুব মহিলারা সুরক্ষিত কারণ বাংলাদেশ আওয়ামী লীগই পাড়ে মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় দিতে। তিনি আরও বলেন আপনাদের ভাই আপনাদের আপনজন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সারাক্ষণ চিন্তা করে এই মেহেরপুরের আরও কি কি উন্নয়ন করা যায়। এর আগে সমাবেশে প্রধান অতিথি এলে নারীরা ফুল ছিটিয়ে, সেøাগান দিয়ে এবং পুষ্পমাল্য অর্পণ করে প্রধান অতিথি ও প্রধান বক্তাকে স্বাগত জানান। এছাড়াও বক্তব্য রাখেন মেহেরপুর পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের কমিশনার রোকসানা কামাল রুনু। সমাবেশে জেলার অন্তত দশ হাজার নারীরা অংশ নেয়। এ সমাবেশকে ঘিরে নারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিলো। সমাবেশে অংশ নেয়ার জন্য দুপুর থেকেই সমাবেশ স্থলে নারীদের ঢল নামে। কানাই কানাই পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। এ সময় শত সহস্র নারী কন্ঠে উচ্চারিত হয় ‘জয় বাংলা, জয় শেখ হাসিনা’ সেøাগান। এই সেøাগানে মুখোরিত হয় পুরো এলাকা।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More