স্টাফ রিপোর্টার: জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশকে, মানুষকে ভালোবাসলে কেউ পালিয়ে যায় না। জামায়াত নেতারা তা প্রমাণ করেছেন’। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘মাওলানা আব্দুস সুবহান রহ.: তৃণমূল থেকে শীর্ষে’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেছেন জামায়াত আমির। শফিকুর রহমান বলেন, মাওলানা আব্দুস সুবহান চাইলে বিদেশে রাজনৈতিক আশ্রয় নিতে পারতেন। কিন্তু তিনি তার জন্মভূমি ছেড়ে যেতে রাজি হননি। দেশপ্রেমে তিনি ছিলেন অটল। জামায়াত নেতা মীর কাসেম আলী অস্ট্রেলিয়ায় ছিলেন। বন্ধুরা তাকে বাংলাদেশে যেতে নিষেধ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘বাংলাদেশে গেলে কী হবে?’ তার বন্ধুরা বলেছিলেন, ‘আপনারও একই অবস্থা হতে পারে’। তখন তিনি বলেছিলেন, ‘মৃত্যুর কাছে দাঁড়িয়ে বলব আমার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, সেসব মিথ্যা’। মীর কাসেম আলী দেশ ও মানুষকে ভালোবাসতেন বলেই ফিরে এসেছিলেন। নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, মাওলানা আব্দুস সুবহানের মতো উদারতা ও সাহসিকতা অর্জন করতে হবে। জাতির স্বার্থে দল-মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ। ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে, কিন্তু সবাই ঐক্যবদ্ধ হলে এ জাতি বিজয়ী হবে। আবদুস সুবহান সম্পর্কে শফিকুর রহমান বলেন, ফাঁসির দ-প্রাপ্ত অবস্থায় তিনি কনডেম সেলে ছিলেন। কিন্তু তার মধ্যে ভয় বা অস্থিরতা ছিল না। জেলের অন্য বন্দিরাও তাকে সম্মান করতেন এবং বলতেন, ‘এমন একজন মানুষকে জেলে দেখতে কষ্ট হয়।’ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, জুলাই বিপ্লবের বিতাড়িত সরকার আব্দুস সুবহানকে অপমানিত করতেই মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি করেছিল। আজ সেই আওয়ামী লীগই অপমানিত হয়ে দেশ থেকে পালিয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাম কবির হাক্কানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, শামীম সাঈদী, ব্যারিস্টার নাজিব মোমেন এবং ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম। মাওলানা আব্দুস সুবহান ছিলেন পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং জামায়াতের নায়েবে আমির। ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮৪ বছর।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.