কার্পাসডাঙ্গা / ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার দামুড়হুদা লুৎফুন নেসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংএ সেনাবাহিনী সদস্যরা ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে। গতকাল শনিবার বেলা ১১ টার দিকে এতিমখানা প্রাঙ্গনে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন সেনাবাহিনীর সদস্যরা। নগদ অর্থ ও খাদ্য সামগ্রী করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধমূলক সকল নির্দেশনা ও দূরত্ব বজায় রেখে অসহায় ও দুস্থদের মঝে বিতরণ করা হয়েছে। যশোর সেনানিবাসের ১৯ ইস্টবেঙ্গল ৫৫ ডিভিশনের ক্যাপ্টেন ইমরানের নেতৃত্বে সেনাবাহিনী সদস্যরা করোনা ভাইরাসের কারনে সংকটময় মুহূর্তে এতিমখানা ও লিল্লাহ কোডিং কর্তৃপক্ষের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেন। এসময় ক্যাপ্টেন ইমরান বলেন, করোনা ভাইরাসের কারনে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করার জন্য সকলের এগিয়ে আসা উচিত। করোনা ভাইরাস প্রতিরোধে সকলের সচেতন হতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী সংকটময় মুহূর্তে দেশ ও জনগনের পাশে ছিলো এবং থাকবে। তিনি আরো জানান, সেনাবাহিনী এ খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে।
পূর্ববর্তী পোস্ট
কার্পাসডাঙ্গায় করোনা ভাইরাসের কারনে কর্মহীনদের মাঝে ঈদ উপহার বিতরণ
এছাড়া, আরও পড়ুনঃ