টিকটকে হুমকি ; যশোর থেকে ঝিনাইদহে এসে ২ এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

ঝিনাইদহ প্রতিনিধি: টিকটকে হুমকি দেয়া নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে দুই এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে জখমের ঘটনা ঘটেছে। যশোর থেকে এসে দুই এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে জখম করে অভিযুক্তরা। এ সময় রিয়াজ নামে একজনকে ছুরিসহ ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে কালীগঞ্জ শহরের মোবারকগঞ্জ চিনিকল স্কুল মাঠে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে ইফতেখার আনোয়ার প্রেম (১৫) ও তার বন্ধু মোবারকগঞ্জ চিনিকলের সাবেক ব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) মাসুদুর রহমানের ছেলে নাজমুস সাকিব হিমেল (১৫)। এরা দু’জনই এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। এদিকে ছুরিসহ হাতেনাতে ধরা পড়া যুবক রিয়াজ হোসেন (২২) ওরফে ট্যাটু রিয়াজ যশোর পুলিশ লাইন এলাকার নান্নু মিয়ার ছেলে। জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে কালীগঞ্জের হিমেল ও যশোরের রিয়াজ একে অপরকে হুমকি দিয়ে আসছিল। এরই জেরে যশোর থেকে রিয়াজ ও তার বন্ধু কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল কলোনিতে আসে। কলোনির মধ্যে বাসার নামে তাদের এক আত্মীয়ের বাড়িতে যায় রিয়াজ ও তার বন্ধু। সেখান থেকে তারা মোবারকগঞ্জ চিনিকল স্কুল মাঠে গিয়ে হিমেলের সঙ্গে বাকবিত-ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে রিয়াজ ছুরিকাঘাতে হিমেলকে জখম করে। এ সময় হিমেলের বন্ধু ইফতেখার আনোয়ার বাধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে রিয়াজকে ছুরিসহ ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, আটক রিয়াজের কাছ থেকে অত্যাধুনিক চাকু উদ্ধার করা হয়েছে। চাকুটি অত্যন্ত মারাত্মক প্রকৃতির। এ ঘটনায় এখনও অভিযোগ পাইনি। তবে জখমের শিকার শিক্ষার্থীদের পরিবার অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। আহতরা চিকিৎসা নিয়েছেন। তারা ঝুঁকিমুক্ত বলে জেনেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More