খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠানে শামসুজ্জামান দুদু

দেশকে রক্ষা করতে হলে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে

স্টাফ রিপোর্টার: বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জাতীয় নির্বাচন নানা ছুতোয় আটকে দেয়ায় দেশে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যাতে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। তাই বাংলাদেশকে রক্ষা করতে হলে সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। দুদু বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও এই দেশের জনগণের দল। যে দল শুধু জনগণের কল্যাণে কাজ করে এই দলকে যারা ভয় পায় তারাই নির্বাচন আটকে দিতে চাচ্ছে। এই দল নেতৃত্ব দিয়ে দেশকে বাঁচাতে চাচ্ছে। এটা যারা বাধা দিচ্ছে তারাই জাতীয় সংসদ নির্বাচন হতে দিচ্ছে না। নানা ছুতোয় যে পরিস্থিতি তৈরি করছে যার কারণে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। তাই বাংলাদেশকে রক্ষা করতে হলে সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। অন্তর্র্বতীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের জনগণই নির্ধারণ করবে, কে দেশ পরিচালনায় যোগ্য, কারা দেশ পরিচালনা করতে পারে, কারা দেশ রক্ষা করতে পারে। তাই অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন। তাহলেই সকল বালা-মুসিবত থেকে দেশ রক্ষা পেতে পারে। তা না হলে দেশ বিপদের মধ্যে থাকবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছয়টি বছর জেল খাটিয়েছে। বেগম খালেদা জিয়া হলেন ওই নেত্রী যিনি সারা বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী। তিন তিনবারের প্রধানমন্ত্রী। তিনি নয় বছর ধরে স্বৈরাচারীর বিরুদ্ধে আপোষহীনভাবে আন্দোলন করেছেন। বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন। তিনি বলেন, দেশের মানুষ যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করছে। তখন শেখ হাসিনা চট্টগ্রামে এক বক্তৃতায় বলেছিল এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে সে জাতীয় বেইমান। কিন্তু তিনি ঢাকায় এসে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন। শেখ হাসিনা হলেন জাতীয় বেইমান। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলেন দেশপ্রেমিক। এ পার্থক্যটা সহজেই করা যায়। সাবেক এই সংসদ সদস্য বলে, এখন অসুস্থ তিনি লন্ডনের চিকিৎসা নিচ্ছেন। তারপরও তিনি বারবার বলছেন তিনি এদেশে ফিরে আসবেন। এই আন্দোলনের সময় তিনি বলেছিলেন বিদেশে আমার বন্ধু আছে কিন্তু প্রভু নেই। এমন একটা মানুষের আমরা চিকিৎসা দিতে পারিনি। আয়োজক সংগঠনের সভাপতি মুক্তার আখন্দের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, তাঁতি দলের যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক সাদী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতিকে এম রকিবুল ইসলাম রিপন সহ প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More