কুষ্টিয়া প্রতিনিধি,
মাথাভাঙ্গা অনলাইন: কুষ্টিয়ার সদর উপজেলার হরিনারায়নপুরে সেফটি ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে কাজ করতে গিয়ে ফরহাদ (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন আরো তিনজন। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার হরিনারায়নপুর ইউনিয়নের বাড়াদি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ হরিরানায়নপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর গ্রামের সাবান আলীর ছেলে। সে পেশায় রাজমিস্ত্রি ছিলেন। আহতরা হলেন- বাড়াদি গ্রামের মৃত মনজেরের ছেলে গোলাম রসুল (৫০) ও একই গ্রামের বাহার উদ্দিনের ছেলে নোমান হোসেন (১৮), মান্নানের ছেলে রাকিব (২৫)।
স্থানীয়রা জানায়, বাড়াদি এলাকার জাফরের বাড়িতে নতুন সেফটি ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে কাজ করতে নামে রাজমিস্ত্রি ফরহাদ। এসময় সে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ে। এটা দেখে স্থানীয় গোলাম রসুল, নোমান, রাকিব তাকে উদ্ধার করতে গেলে তারাও অসুস্থ্য হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষনা করেন। বাকী তিনজন বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ জানান, সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় কোন মামলা হয়নি।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ