কার্পাসডাঙ্গা / ভ্রাম্যমমাণ প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে কার্পাসডাঙ্গা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ করেছে । গতকাল শনিবার বিকাল ৪ টার দিকে কার্পাসডাঙ্গা মাঝপাড়া বটতলা প্রাঙ্গনে এলাকার সমূহে খেটে খাওয়া, গরিব-দুঃখী এবং কর্মহীন মানুষের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধমূলক সকল নির্দেশনা ও দূরত্ব বজায় রেখে কর্মহীনদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা -আহম্মদ আলী, আমিনুল ইসলাম, বিলাল হোসেন। সভাপতি আমির হোসেন, সহ-সভাপতি আবুজার গাফারী, রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আশরাফ আলী, যুগ্ম সম্পাদক মানোয়ার হোসেন, সদস্য সুমন, আতিকুল, সাদ্দাম, আজাবুল,ইমরান, হাসিবুল, সাকিব। অনুষ্ঠান টি পরিচালনা করেন কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক ও সংগঠনের সাধারন সম্পাদক মো:আশরাফ আলী।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ