সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে প্রবাসী বাংলাদেশি রোগীও বাড়ছে। বুধবার রাতে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ হিসাব অনুযায়ী, নতুন করে আক্রান্ত ২৫৬ জন মিলে মোট আক্রান্ত বাংলাদেশির সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩০৫ জনে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মোট আক্রান্ত ৪৪৭ জনের মধ্যে ২৫৬ জনই বাংলাদেশি,যা এই সময়ে আক্রান্তের ৫৭ ভাগ। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৬৯৯ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ১০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫২ জন। বেশিরভাগ সংক্রমণই হয়েছে ডরমিটরিতে থাকা অভিবাসী শ্রমিকদের মধ্যে। কেবল এস-১১ ডমরিটরিতেই বাসিন্দাদের মধ্যে আক্রান্তদের সংখ্যা বুধবার পর্যন্ত ৭৯৭ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪৭ জনের মধ্যে ৪০৪ জনই বিভিন্ন ডরমিটরিতে থাকা অভিবাসী কর্মী বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়।