দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৮৩ জনের। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮ লাখ ৪৪ হাজার ৯৭০ জন। মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৩৯৯ জনের। সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৮ হাজার ৪২১ জন। এদের মধ্যে শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৫ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। এরপর রাজশাহী ও ঢাকা বিভাগে মারা গেছেন ১২ জন করে মারা গেছেন। এ ছাড়া খুলনায় ৮ জন, বরিশালে ৪ জন এবং সিলেট ২ ও ময়মনসিংহ বিভাগে এক জনের মৃত্যু হয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছিল ৩ হাজার ৮৪০ জনের। ওই সময় করোনায় মৃত্যু হয়েছিল ৬৩ জনের। শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৪৪ শতাংশ।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ