এবার পুলিশ পরিচয়ে ছিনতাই : ঢাবির দুই ছাত্রলীগ নেতা আটক

 

স্টাফ রিপোর্টার: এবার পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের দুই নেতাকে আটক করা হয়েছে। গত পরশু বৃহস্পতিবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালীমন্দির এলাকা থেকে তাদের আটক করে শাহবাগ থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। আটকরা হলেন-মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সহ সভাপতি মোহাইমিনুল ইসলাম ইমন ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহ সভাপতি রাজীব হোসাইন রবিন। মোহাইমিনুল বাংলা বিভাগ ও রাজীব অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র। থানা সূত্রে জানা যায়, অভিযুক্তরা পুলিশ পরিচয় দিয়ে বইমেলায় ঘুরতে আসা চার ব্যক্তিকে তল্লাশি করেন। তারা দাবি করেন, ওই চার ব্যক্তি মাদকবহন করছেন। তবে, তল্ল¬াশির পর কোনো মাদক না পাওয়ায় তাদের দেড় হাজার টাকা হাতিয়ে নেন। ভুক্তভোগীরা জানান, তাদের বাসায় ফিরে যাওয়ার টাকা নেই। পরে ৬০০ টাকা ফেরত দিয়ে একটি মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন অভিযুক্তরা। ভুক্তভোগীরা ছিনতাইয়ের শিকার হয়েছেন বুঝতে পেরে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন অভিযুক্তদের আটক করে পুলিশে দেন। এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ বলেন, ‘বইমেলায় আসা চারজনের কাছ থেকে পুলিশ পরিচয় দিয়ে তারা ৯০০ টাকা চাঁদা নিয়েছেন। পরে পুলিশ ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থল থেকে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’ এ বিষয়ে জানতে চাইলে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘কেউ অপরাধে জড়িত হলে তাদের বিরুদ্ধে আইনি ও একাডেমিক ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাই। এমন অপরাধীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেয়া হবে।’ উল্লেখ্য, কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশে কিছু ছিনতাই, চাঁদাবাজি ও হেনস্থার অভিযোগ সামনে এসেছে। এর প্রায় সবগুলোর সঙ্গেই ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীদের জড়িত থাকার তথ্য পাওয়া যায়। এসব অভিযোগে ঢাবি ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয় থেকেও কয়েকজনকে বহিষ্কার করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More