স্টাফ রিপোর্টার: ‘নো মাস্ক নো সার্ভিসের’ পর এবার ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ ক্যাম্পেইন চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন রোধে করণীয় নির্ধারণী আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে দেশের জনগণকে স্বাস্থ্যবিধির অংশ মাস্ক ব্যবহারে বাধ্য করতে সরকার একসময় ‘নো মাস্ক, নো সার্ভিস’ ব্যবস্থা চালু করেছিল।এবার ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জাহিদ মালেক বলেন, দেশে ইতোমধ্যে ১০ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ প্রায় ৬ কোটি ও দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে প্রায় ৪ কোটির কাছাকাছি। সব পর্যায়েই টিকা দেওয়া হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তারপরও দেখা যাচ্ছে- এখনো অনেকে টিকা নেননি এবং তাদের টিকা নেয়ার আগ্রহও কম।
মন্ত্রী বলেন, জনগণকে টিকা গ্রহণে উৎসাহিত করতে প্রতিটি সরকারি দপ্তরে ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ ক্যাম্পেইন চালুর কথা ভাবা হচ্ছে।এটি করতে পারলে টিকার কার্যক্রম আরও বেগবান হবে। বিষয়টি এখন চিঠি দিয়ে জানিয়ে দেয়া হবে।
এছাড়া, আরও পড়ুনঃ