স্টাফ রিপোর্টার: করোনাভাইরাস সংক্রমণে গত ১৬দিন ধরে হু হু করে বাড়ছে নারীর মৃত্যু। এই সময়ে পুরুষের চেয়ে ১১ শতাংশের বেশি মৃত্যু হয়েছে নারীর। ২৪ ডিসেম্বর থেকে গতকাল পর্যন্ত ১৬ দিনে করোনায় প্রাণ হারিয়েছেন মোট ৪৫ জন। এর মধ্যে নারী ছিলেন ২৫ জন ও পুরুষ ২০ জন। অথচ করোনা মহামারির শুরু থেকেই নারীর চেয়ে বেশি মৃত্যু হচ্ছিল পুরুষের। কোনো কোনো সপ্তাহে ৭০ শতাংশ পর্যন্ত বেশি মৃত্যু হয়েছে পুরুষের। গতকাল পর্যন্ত মোট মৃতের ৬৩.৯৫ শতাংশ ছিল পুরুষ ও ৩৬.০৫ শতাংশ নারী। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, করোনায় গত ২৩ ডিসেম্বর পর্যন্ত নারীর চেয়ে বেশি মৃত্যু ছিল পুরুষের। মাসের মধ্যে দুয়েক দিন পুরুষের চেয়ে বেশি মৃত্যু হতো নারীর। মহামারির শুরু থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত মোট মৃতের ৬৩.৯৮ শতাংশ ছিল পুরুষ ও ৩৬.০২ শতাংশ নারী। ১৬ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ৮দিনে করোনায় মোট মারা যান ১৬ জন। এর মধ্যে নারী ছিল মাত্র ২ জন (১২.৫ শতাংশ) ও পুরুষ ১৪ জন (৮৭.৫ শতাংশ)। আট দিনের মধ্যে ছয় দিনই কোনো নারীর মৃত্যু হয়নি। তবে ২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আট দিনে মারা যাওয়া ১৮ জনের মধ্যে নারী ছিলেন ১০ জন। এই ৮ দিনে মোট মৃত্যুর ৫৫.৫৬ শতাংশ ছিল নারী ও ৪৪.৪৪ শতাংশ পুরুষ। পরের আট দিনেও নারীর মৃত্যু ছিল বেশি। ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত আট দিনে মারা গেছেন ২৭ জন। এর মধ্যে ১৫ জনই ছিলেন নারী। এই আট দিনেও মোট মৃত্যুর ৫৫.৫৬ শতাংশ ছিল নারী ও ৪৪.৪৪ শতাংশ পুরুষ। আট দিনের মধ্যে চার দিন কোনো পুরুষের মৃত্যু না হলেও প্রতিদিনই নারীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন বলেন, ডেল্টা সংক্রমণের পর গত কয়েক মাস ধরেই নারীর মৃত্যু ধীরে ধীরে বাড়ছে। এখন সেটা অনেক বেড়ে গেছে। মূলত, পরিবারের সব সদস্য সংক্রমিত হচ্ছে। নারীদের মধ্যে সংক্রমণ বাড়ছে। তাই মৃত্যু বাড়ছে। এছাড়া আমরা দেখছি, যারা মারা যাচ্ছেন তাদের বড় অংশই টিকা নেননি। টিকা গ্রহণে পুরুষের চেয়ে নারী পিছিয়ে রয়েছে কিনা সেটাও দেখা দরকার। এদিকে নমুনা পরীক্ষায় সংক্রমণ শনাক্তের হার গত ২৪ ঘণ্টায় আরও বেড়ে ৫.৭৯ শতাংশে দাঁড়িয়েছে। এ নিয়ে শনাক্তের হার টানা সাত দিন বাড়ল। সবশেষ এর চেয়ে বেশি ৬.০৫ শতাংশ শনাক্ত হারের তথ্য জানানো হয় গত বছরের ১৮ সেপ্টেম্বর। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১১৬ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। সুস্থ হয়ে উঠেছেন ১৫৪ জন। মারা গেছেন একজন নারী। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৯২ হাজার ২০৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৬৮৮ জন। মারা গেছেন ২৮ হাজার ৯৯ জন। মৃতদের মধ্যে ১৭ হাজার ৯৬৯ জন ছিলেন পুরুষ ও ১০ হাজার ১৩০ জন নারী। এদিকে দুই মাস আগে ৮ নভেম্বর পর্যন্ত মোট মৃত্যুর ৬৪.০১ শতাংশ ছিল পুরুষের ও ৩৫.৯৯ শতাংশ নারীর। গতকাল ৮ জানুয়ারি পুরুষের মৃত্যু কমে দাঁড়িয়েছে ৬৩.৯৫ শতাংশে ও নারীর মৃত্যু বেড়ে হয়েছে ৩৬.০৫ শতাংশ।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ