স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলেও সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। গতকাল সকালে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষা প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলীদের প্রথম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। দীপু মনি আরও বলেন, সারা দেশে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি জোরালোভাবে চলছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে টিকাদানে ভাটা পড়বে। সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে গভীরভাবে পর্যালোচনা করছে। অবশ্য এখনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণের খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদফতর বিষয়টি নজরদারি করছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে সবাইকে করোনাভাইরাস মোকাবেলা করতে হবে। তার পরও যদি পরিস্থিতি ভয়াবহ হয় তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী আরিফুর রহমান, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর রমেন্দ্রনাথ বিশ্বাস উপস্থিত ছিলেন। দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ২৯ জন সহকারী শিক্ষা প্রকৌশলী অংশগ্রহণ করছেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ