স্টাফ রিপোর্টার: সরকারের পদত্যাগের একদফা দাবিতে আজ সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল ও জোট এবং জামায়াতে ইসলামী। কর্মসূচি জোরদার করার প্রস্তুতি নিয়েছে দলগুলো। সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ওষুধ পরিবহণ কর্মসূচির আওতামুক্ত থাকবে। কর্মসূচি শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। আবার দুদিন অথবা একদিন অবরোধ কর্মসূচি দেয়া হতে পারে। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ প-ের পর থেকে দেশব্যাপী চার দফা হরতাল ও এগারো দফা অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি ও সমমনা দলগুলো। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এতে বলা হয়েছে, ১৮ ডিসেম্বর থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত নির্বাচনি প্রচার ছাড়া নির্বাচনি কাজে বাধা হতে পারে বা ভোটাররা ভোট দেওয়ায় নিরুৎসাহিত হতে পারেন, এমন যে কোনো প্রকার সভা, সমাবেশ বা অন্য কোনো প্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। সোমবার (গতকাল) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর শুরু হয়েছে। যদিও এমন সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ ও ‘সংবিধান পরিপন্থি’ আখ্যা দিয়ে তা আমলে না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপিসহ সমমনারা। বরং আজ হরতালে রাজপথে নেতাকর্মীদের অংশগ্রহণ বাড়াতে ঢাকাসহ সব সাংগঠনিক জেলায় বার্তা দেয়া হয়েছে। সকাল-সন্ধ্যা হরতাল সফলে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি সফলে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। পৃথক বিবৃতিতে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদও কর্মসূচি সফলের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। এদিন একই কর্মসূচি পালন করবে বিএনপির সঙ্গে যুগপৎ ধারায় আন্দোলনরত ১২ দলীয় জোট, এলডিপি, নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, ড. রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, গণফোরাম (মন্টু), পিপলস পার্টি, বাংলাদেশ লেবার পার্টিসহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল। হরতাল কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে রাজধানীতে বিক্ষোভ করবে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.