আওতার মধ্যে থাকা সংস্কার ইসি নিজেই করবে : সিইসি

স্টাফ রিপোর্টার: আওতার মধ্যে থাকা প্রয়োজনীয় সংস্কারগুলো নির্বাচন কমিশন নিজেই করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলির সঙ্গে বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, যেসব সংস্কার আশু প্রয়োজনীয় ও নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতার মধ্যে আছে, সেগুলো কমিশন নিজেরাই বাস্তবায়ন করবে। আর কিছু সংস্কারের সঙ্গে রাজনৈতিক বিষয় জড়িত, এগুলো নির্বাচন কমিশনের হাতে নেই। এ ধরনের যেসব সংস্কারের সঙ্গে রাজনৈতিক বিষয় জড়িত, সেগুলো জাতীয় ঐকমত্য কমিশন করবে। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ইসি কতটা বাস্তবায়ন করতে পারল, তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সিইসি। আগামী জাতীয় নির্বাচনে ইসিকে অস্ট্রেলিয়া সহযোগিতা করতে চায় বলেও জানান তিনি। এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘তারা আমাদের নেক্সট পার্লামেন্টারি ইলেকশনের প্রিপারেশন নিয়ে জানতে চেয়েছেন। কী কী রিফর্ম হচ্ছে, আমরা তাদের জানিয়েছি। আমরা সাহায্য চাইলে দে আর রেডি টু সাপোর্ট আস। শি অ্যাশিউরড আস অল পসিবল নেসেসারি সাপোর্ট।’ তিনি বলেন, ‘ভোটার তালিকার কাজ আমরা শেষ পর্যন্ত নিয়ে এসেছি। আমরা প্রকিউরমেন্টের কাজ শুরু করেছি। সংসদীয় সীমানা পুনর্র্নিধারণের যে ইনিশিয়েটিভ আমরা নিয়েছি, তা তাকে জানিয়েছি।’ তিনি আরো বলেন, ‘দলের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে, নির্বাচনি আচরণবিধি পরিবর্তন করা হচ্ছে, তা জানিয়েছি। নির্বাচনের জন্য যত প্রয়োজনীয় কাজ আছে, সেগুলোর বিষয়ে অস্ট্রেলিয়ান হাইকমিশনারকে আমরা জানিয়েছি।’ এদিকে বৈঠক শেষে অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলি বলেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আমার অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, অস্ট্রেলিয়া বাংলাদেশের পাশে রয়েছে। আমরা যতটা সম্ভব, আপনাদের সঙ্গে কাজ করে যাব।’

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More