সুশৃঙ্খল ও কর্মঠ জাতিগোষ্ঠী গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই
আলমডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণকালে ছেলুন জোয়ার্দ্দার এমপি
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পাইকপাড়ায় সিরাজুল ইসলাম জোয়ার্দ্দার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মিরপুর উপজলা ক্রীড়া সংস্থাকে ০-১ হারিয়ে পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব জয় লাভ করে। গতকাল বৃহস্পতিবার পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়মাঠে পিপিএনএস ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত সিরাজুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা কামরুজ্জামান শামীমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।
এ সময় বক্তব্যে তিনি বলেন, দিন দিন মাঠ কমছে। অথচ যুবকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি বেশ জটিল অবস্থা ধারণ করেছে। একটা সুশৃঙ্খল ও কর্মঠ জাতিগোষ্ঠী গড়ে তুলতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমাদের সময় ইন্টার স্কুল খেলায় মাঠ ভরে যেতো দর্শকে। অথচ এখন সব স্কুলে খেলাও ঠিক মতো হয় না। আমি খেলাধুলা জগতের মানুষ। দেশের অনেক স্থানের মাঠে খেলেছি। বর্তমানে খেলার এমন দূরবস্থায় আমি খুব বেদনা হতো। প্রত্যেক বিদ্যালয়কে নিয়মিত খেলাধুলা চর্চার ওপর গুরুত্বারোপ করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিচুজ্জামান মল্লিক, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক ও কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু মুসা, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, সিবিএ সভাপতি ইমদাদুল হক।
ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদ হোসেন ও জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুল ইসলামের উস্থাপনায় উপস্থিত ছিলেন পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, পৌর আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সাইফুর রহমান পিন্টু, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ, যুগ্মআহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, উপজেলা শ্রমিক লীগের সম্পাদক আমিরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক জালাল আহমেদ, যুগ্মসম্পাদক মিজানুর রহমান জমির মেম্বার, মিজানুর রহমান রাজা, সহসাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, কোষাধ্যক্ষ মঞ্জু মেম্বার, আওয়ামী লীগ নেতা আইয়ুব মেম্বার, শমসের আলী, আহার আলী, আব্দুর রশিদ, আলমডাঙ্গা কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, ছাত্রলীগ নেতা টুটুল, সাকিব, রকি প্রমখু। রেফারির দায়িত্ব পালন করেন আবুল হাসান, সহকারী রেফারি ছিলেন সোহাগ, আফজাল, খেলায় ধারাভাষ্য দেন আবু বকর সিদ্দীক।