মাথাভাঙ্গা মনিটর: ওয়ানডের ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়নও তারা। এই অস্ট্রেলিয়ার সামনে পাহাড়সমান রান দিয়েও স্বস্তিতে থাকার উপায় নেই। যেটা দেখা গেলো চ্যাম্পিয়ন্স ট্রফির আজকের ম্যাচেও। ইংল্যান্ডের ৩৫১ রানের পুঁজি তুড়ি মেরে উড়িয়ে দিলো স্টিভেন স্মিথের দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডের ছুড়ে দেয়া ৩৫২ রানের বড় সংগ্রহ অস্ট্রেলিয়া তাড়া করে ফেললো ১৫ বল আর ৫ উইকেট হাতে রেখেই। অথচ বড় রান তাড়ায় শুরুতেই চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। ২৭ রানের মধ্যে সাজঘরে ফিরে যান দুই ব্যাটার ট্রাভিস হেড (৬) আর স্টিভেন স্মিথ (৫)। সেখান থেকে মার্নাস লাবুশেন আর ম্যাথিউ শর্টের দুর্দান্ত এক জুটিতে ঘরে দাঁড়ায় অসিরা। ৯১ বলে ৯৫ রান যোগ করেন তারা। হাফসেঞ্চুরির দোরগোড়ায় থাকা লাবুশেনকে (৪৭) ফিরিয়ে জুটিটি ভাঙেন আদিল রশিদ। তিন ওভারের মধ্যে আরেক সেট ব্যাটারকেও হারিয়ে বসে অস্ট্রেলিয়া। লিভিংস্টোনকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন শর্ট। ৬৩ রান আসে শর্টের ব্যাট থেকে। ১৩৪ রানে ৪ উইকেট হারানো দলকে এরপর টেনে নিয়েছেন জস ইংলিশ আর অ্যালেক্স ক্যারে। পঞ্চম উইকেটে শতরানের জুটিতে ম্যাচ জয়ের ভিত গড়ে দেন তারা। ১১৬ বলে ১৪৬ রানের জুটিটি ভাঙে ক্যারে ফিরলে। ৬৩ বলে ৬৯ করেন তিনি। বাকি পথটুকু অনায়াসে পাড়ি দিয়েছেন সেঞ্চুরিয়ান জশ ইংলিশ আর গ্লেন ম্যাক্সওয়েল। ৮৬ বলে ৮ বাউন্ডারি আর ৬ ছক্কায় ১২০ রানে অপরাজিত থাকেন ইংলিশ। ছক্কা মেরেই ম্যাচ শেষ করেন তিনি। ম্যাক্সওয়েল অপরাজিত থাকেন ১৫ বলে ৩২ রানে। এর আগে বেন ডাকেট বড় এক সেঞ্চুরি হাঁকিয়ে ইংল্যান্ডকে উঠিয়ে দেন রানপাহাড়ে। বাঁহাতি এই ওপেনারের ১৬৫ রানের মারকুটে ইনিংসে ভর করে ৮ উইকেটে ৩৫১ রানের বড় সংগ্রহ গড়ে ইংলিশরা।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গার নেহালপুর ও বেগমপুর ইউনিয়ন কৃষক দলের সমাবেশে মোকারম হোসেন
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.