স্টাফ রিপোর্টার: ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মে মাসে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। ১৮ মে ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির। এরপরই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ এবং পাকিস্তান। এই সিরিজটি ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ ছিল। কিন্তু ব্যস্ত সূচির কারণে সাদা বলের সিরিজ স্থগিত হয়ে যায়। সদ্য শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন পাকিস্তানে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। ওই সময় দুই বোর্ডের কর্তাদের আলোচনার ভিত্তিতে মে মাসে সিরিজ আয়োজনে সম্মত হন তারা। গত বছর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ। সিরিজটি ২-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা। সাদা বলের সিরিজের ম্যাচগুলো ফয়সালাবাদ, মুলতান এবং লাহোরে হতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে ছিল বাংলাদেশ এবং পাকিস্তান। প্রথম দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দু’দল। তৃতীয় ও শেষ ম্যাচ থেকে ১টি করে পয়েন্ট পায় তারা। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.