মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরে রামনগর ফুটবল টুর্নামেন্টে প্রথম কোয়টার ফাইলালে গৌরীনগর একাদশ জয়ী হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় রামনগর জনকল্যাণ যুবসমিতির আয়োজনে কোয়টার ফাইলালের প্রথম খেলায় গৌরীনগর একাদশ ১-০ গোলে আমঝুপি শিশু কিশোর সংগঠনকে পরাজিত করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মোল্লা, টুর্নামেন্টের সভাপতি মোনাজাত মোল্লা, সহসভাপতি আজিবর রহমান, সাধারণ সম্পাদক কৌশিকুল ইসলাম রুমি, যুগ্মসম্পাদক রবিউল ইসলাম, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক হেলালউদ্দীনসহ কমিটির সদস্যবৃন্দ প্রমুখ। বিজয়ী দলের পক্ষে শিবন একমাত্র গোলটি করেন। খেলায় বিজয়ী দলের পিটার (বিদেশী খেলোয়াড়) ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা পরিচালনা করেন সুমন। তাকে সহযোগিতায় ছিলেন ইকলাচ ও রনি। ধারাভাষ্যয় ছিলেন শামিম শিশির। আজ শনিবার একই মাঠে ২য় কোয়াটার ফাইনালে মুখোমুখি হবে মেহেরপুর সদর উপজেলার ভবান্দপুর একাদশ ও গাংনী উপজেলার চাঁদপুর একাদশ।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গার শিয়ালমারী ফুটবল মাঠে সাদিয়া গার্মেন্টস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ