বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর রহমান ১৫শ মিটার দৌড় এবং চাকতি নিক্ষেপে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। জেলার হয়ে বিভাগীয় পর্যায়ে অংশ নিতে আগামী ১০ মার্চ খুলনাতে যাবে সে। মশিউর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় কৃতিত্ব অর্জন করায় বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলার মধ্যে হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষায় অবদান রাখার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে আসছে। ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটি। বিভিন্ন ইভেন্টেসে অংশগ্রহণ করে ১১টি ইভেন্টেসে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে। শুক্রবার জেলা পুরাতন স্টেডিয়াম থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেয়া হয়। এর মধ্যে বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী মশিউর রহমান এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১৫শ মিটার দৌড়ে এবং চাকতি নিক্ষেপে সকল প্রতিযোগিকে পেছনে ফেলে জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে। সে আগামী ১০ মার্চ জেলার হয়ে খুলনায় বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। এজন্য বিদ্যালয় কর্তৃপক্ষ এবং ক্রীড়া শিক্ষক আহসান হাবীব সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। জেলা পর্যায়ে প্রথমস্থান অর্জন করার ব্যাপারে মশিউর রহমান বলেন, লেখাপড়ার পাশপাশি খেলাধুলা করেও যে নিজেকে মেলেধরা যায় সে স্বপ্ন সবসময় আমি দেখি। এর জন্য লেখাপড়ার পাশাপাশি পছন্দের খেলাধুলায় নিয়মিত অনুশীলন করে থাকি। ইচ্ছা আছে দেশ সেরা হবার। ক্রীড়া শিক্ষক আহসান হাবীব বলেন, জীবনের সর্বক্ষেত্রেই খেলাধুলার প্রয়োজনীয়তা আছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের কর্মমুখর জীবনে উৎসাহ ও আনন্দলাভের জন্য খেলাধুলার প্রয়োজন হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপন বলেন, খেলাধুলা জীবনের অঙ্গ। জীবন থেকে খেলাধুলাকে বর্জন করলে জীবনে অসার ও নিরস হয়ে পড়ে। তখন উৎসাহ, উদ্যম ও প্রাণচাঞ্চল্য হারিয়ে মানুষ জীবনীশক্তিহীন, নিস্তেজ হয়ে পড়ে। খেলাধুলার মাধ্যমে দেহ ও মন উভয়ই সজীব হয়।
এছাড়া, আরও পড়ুনঃ