স্পোর্টস ডেস্ক: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের এই কঠিন সময়ে কম ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় ওপরের দিকে থাকবে শ্রীলঙ্কা। দেশটিতে করোনা আক্রান্ত যেমন কম, তেমনি মৃত্যুর সংখ্যাও হাতেগোনা। জানা গেছে, আগামী ১৫ মের পর লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার সরকার। আগামী জুলাই-আগস্টে শ্রীলঙ্কা সফর করার কথা রয়েছে বাংলাদেশ দলের। সফরে স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। তবে টি-২০ বিশ্বকাপকে মাথায় রেখে একটি টেস্ট বাদ দিয়ে এই সিরিজে যোগ হতে পারে কয়েকটি টি-২০ ম্যাচ। করোনায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার কয়েকটি সিরিজ স্থগিত হয়েছে। ইতিমধ্যে স্থগিত হওয়া সিরিজগুলো পুনরায় খেলার সূচি ঠিক করার কাজ শুরু করে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। যার অংশ হিসেবে গত মার্চে স্থগিত হওয়া ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের বাকি অংশ আগামী বছর জানুয়ারিতে আয়োজনের ঘোষণা দিয়েছে এসএলসি। লঙ্কান পত্রিকা ডেইলি নিউজকে এই খবর নিশ্চিত করেছেন এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দুই সপ্তাহের মধ্যেই আগামী জুলাই-আগস্টে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের বিষয়েও সিদ্ধান্ত জানাবে এসএলসি। বাংলাদেশের আগে ভারতের বিরুদ্ধে খেলবে লঙ্কানরা। দুটি সিরিজ নিয়ে অ্যাশলে ডি সিলভা বলেছেন, ‘আরো দুটি সফরের সূচি করা আছে। ভারত ও বাংলাদেশ যথাক্রমে জুন-জুলাই, জুলাই-আগস্টে শ্রীলঙ্কা সফর করবে। আগামী দুই সপ্তাহের মধ্যে এই দুটি সফর খেলার সম্ভাবনা আমরা খুঁজে বের করবো।’ করোনার ধাক্কা অব্যাহত থাকায় নির্ধারিত সময়ে সফর নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরো কিছুদিন অপেক্ষা করতে চায় বিসিবি। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণই যার মূলে। তবে করোনা পরবর্তী সময়ে যে কোনো সফরের আগে সরকারের নির্দেশনাও অনুসরণ করবে বিসিবি। গত সপ্তাহে এমনটাই জানিয়েছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। লঙ্কানরা অবশ্য করোনার ধাক্কা কাটিয়ে ভবিষ্যতের দিকেই তাকিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে স্থগিত হওয়া সিরিজে কলম্বো ও গলে দুটি টেস্ট খেলার কথা ছিল শ্রীলঙ্কার। করোনার কারণে সিরিজ অসম্পূর্ণ রেখেই ফিরে যায় ইংলিশরা। অ্যাশলে ডি সিলভা বলেছেন, ‘স্থগিত হয়ে যাওয়া সফরগুলোর নতুন সূচি তৈরির প্রক্রিয়া আমরা শুরু করেছি। ইংল্যান্ডের বিপক্ষে বাতিল হওয়া সিরিজটি আগামী বছরের জানুয়ারিতে হবে বলে জানানো হয়েছে। তবে ম্যাচের সূচি এখনও চূড়ান্ত হয়নি।’
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ