দামুড়হুদায় ভাই বন্ধু ফুটবল টূর্ণামেন্ট ২০২০ এর ফাইনাল খেলায় নিল দল চ্যাম্পিয়ন
দামুড়হুদা অফিসঃদামুড়হুদা একাদশের আয়োজনে ভাই বন্ধু ফুটবল টূর্ণামেন্ট ২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকেল ৪টার সময় দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ভাই বন্ধু ফুটবল টূর্ণামেন্ট ২০২০এর ফাইনাল খেলায় টাইবেগারে নীল দল চ্যাম্পিয়ন হয়েছে। ভাই বন্ধু ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় (নীল দল) ও (সাদা দল) অংশ নিয়ে নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় টাইবেগারে ২-০ গোলে নীল দল চ্যাম্পিয়ন হয়। টূর্ণামেন্টে রানার্সআপ আপ হয় শাদা দল। ভাই বন্ধু ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ এম নুরুন্নবী, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,দামুড়হুদা উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু,দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবুল হাসেম, ইকরামুল হক,দামুড়হুদা উপজেলা যুবদল নেতা আমিনুল ইসলাম রশিদ। এ টূর্ণামেন্টের রেফারি ছিলেন ইউসুফ আলি,সোহেল ও অতিরিক্ত রেফারি ছিলেন নুরুল ইসলাম। খেলার সার্বিক আয়োজনে ছিলেন টূর্ণামেন্ট কমিটির আহ্বায়ক শহিদ আজম সদু। খেলায় অতিরিক্ত পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল কে ১হাজার ও রানারআপ দল কে ৫’শ টাকা প্রদান করেন দামুড়হুদা উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু। টূর্ণামেন্টে
ম্যাচসেরা নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের আরশাদ, সেরাগোল দাতা নির্বাচিত
হন ইমরান। খেলাটির স্পন্সর ছিলো ওল্ড টাউন কফি হাউজ ও করোনাকালে মেসির জম্নদিন পালন করে আলোচিত হওয়া পনেরো মেসি যুবক।