দামুড়হুদা অফিস: দামুড়হুদা পুড়াপাড়া সিক্স-সাইড ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে পুড়াপাড়া গ্রামের ছাত্র ও যুবসমাজের আয়োজনে প্রধান অতিথি থেকে এ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হযরত আলি। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে পুড়াপাড়া একাদশ বনাম বনানীপাড়া একাদশ। উদ্বোধনী খেলায় নির্ধারিত সময়ে বনানীপাড়া একদশ কে হারিয়ে ১-০ গোলে জয়লাভ করে পুড়াপাড়া একাদশ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় আ:লীগ নেতা আব্দুল আলিম,মতিয়ার রহমান,নিজাম উদ্দিন,ইউনুছ আলি,শরিফ উদ্দিন,রহিম,শাহিন আলি, মন্টু ড্রাইভার,যুবলীগনেতা রনি,ইলিয়াস হোসেন,ইকরামুল হক,সুমন,ছাত্রলীগনেতা তামিম,মিলন,রাফি প্রমুখ। উদ্বোধনী খেলায় রেফারির দায়িত্বে ছিলেন হামিদুল ইসলাম। খেলা শুরুর আগে উদ্বোধনী খেলায় অংশ গ্রহনকারী বনানীপাড়া একাদশ কে এক সেট জার্সি ও পুড়াপাড়া একাদশ কে একটি ফুটবল প্রদান করেন খেলার প্রধান অতিথি হযরত আলি।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ