মাথাভাঙ্গা মনিটর: করোনাভাইরাসের সংক্রমণ এড়াতেই দর্শকশূন্য মাঠে ম্যাচ আয়োজনের চিন্তা ভাবনা করছে আয়োজকরা। ফাঁকা মাঠে খেলার বাস্তবতা মেনে নিয়ে বার্সেলোনা ফরোয়ার্ড আঁতোয়া গ্রিজমান বলেছেন, আমাদের প্রথম খেলা মায়োর্কায়। কিন্তু কোনো দর্শক ছাড়া খেলা হবে অদ্ভুত। প্রথমবারের মতো এমন অভিজ্ঞতা হবে আমার। দীর্ঘ তিন মাসের বিরতির পর আগামী ১১ জুন রিয়াল বেতিস-সেভিয়া ম্যাচ দিয়ে ফের শুরু হবে লা-লিগা। দুইদিন পর রিয়াল মায়োর্কার মাঠে খেলতে যাবে বার্সেলোনা। নিজেদের মাঠ ন্যুক্যাম্পে বার্সেলোনা পরের ম্যাচ খেলবে ১৬ জুন প্রতিপক্ষ লেগানেস। আপাতত দুই রাউন্ডের সূচি দিয়েছে লিগ কর্তৃপক্ষ। সব কটি ম্যাচই হবে দর্শকশূন্য মাঠে। গত মার্চের মাঝামাঝি স্থগিত হয়ে যাওয়া লিগের বাকি আছে ১১ রাউন্ডের খেলা। রিয়ালের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে আছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ