চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় দুঃসংবাদ দক্ষিণ আফ্রিকার

মাথাভাঙ্গা মনিটর: চলতি মাসেই শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে একদিনের ক্রিকেটের এ টুর্নামেন্ট। তবে টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে এসে বড় দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা। ইনজুরির কারণে আনরিখ নরকিয়ার বদলে প্রোটিয়া দলে নেয়া হয় পেসার জেরাল্ড কোয়েটজিকে। তবে এবার সেই কোয়েটজকে নিয়ে দুঃসংবাদ পেল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। চোটের কারণে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ও ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলন এই পেস তারকা। বিষয়টি এক বিবৃতে নিশ্চিত করেছে সিএসএ। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানায়, ‘মেডিক্যাল বিভাগের বিশদ মূল্যায়নের পর জানা গেছে এই লক্ষ্মণ সামনের ৫০ ওভারের ম্যাচগুলোতে আরও বোলিংয়ের ফলে বড় ঝুঁকির কারণ হতে পারে।’ জেরাল্ড কোয়েটজির পরিবর্তে করবিন বশ ও লুথো সিপামলা ক্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে যুক্ত হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। বুধবার সন্ধ্যায় স্কোয়াড লাহোরে যাবে দক্ষিণ আফ্রিকা। ১০ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ক্রিদেশীয় সিরিজে খেলবে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি। ত্রিদেশীয় সিরিজের দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ইথান বোশ, ম্যাথু ব্রিটজকে, জুনিয়র ডালা, উইয়ান মুল্ডার, মিহলালি পংওয়ানা, সেনুরান মুথুসামি, গিডন পিটার্স, মিকা এল প্রিন্স, জ্যাসন স্মিথ ও কাইলে ভেরেইনে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More