স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ৫০তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সদর উপজেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া। তিনি জাতীয় পতাকা উত্তোলন ও অ্যাথলেট সামিয়ার মশালে আগুন জ্বালিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অ্যাথলেট প্রজ্জ্বলিত মশাল নিয়ে মিউজিকের তালে তালে ২শ’ মিটারে রড় ট্রাক প্রদক্ষিণ করে ভিকট্টি স্ট্যান্ডে এসে সাতপাক ঘুরিয়ে মশালটি নির্ধারিত জায়গায় স্থাপন করে।
এরপর অ্যাথলেটিক্স পর্বের উদ্বোধক সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম বক্তব্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনকালে অ্যাথলেটিক্স ট্রাকের মুনোমুগ্ধকর ডিজাইন লাল-সবুজের পতাকা দিয়ে পুরোমাঠ সাজানো দেখে তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এরপর দিনব্যাপী চলে বিভিন্ন গ্রুপের বালক-বালিকাদের নিয়ে ৪০টি ইভেন্টের প্রতিযোগিতা। বিকেল ৫টায় অতিথিদের উপস্থিতিকে প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১৫শ’ মিটারের দুরপাল্লার দৌড়ের মাধ্যমে অ্যাথলেটিক্স পর্বের প্রতিযোগিতার সমাপ্তি হয়।
এরপর চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রথান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আসাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা ও একাডেমিক সুপারভাইজার সোহেল আহম্মেদ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্জু আসাদুল হক বিশ্বাস বলেন, প্রতিযোগিতায় জয়-পরাজয় বড় কথা নয়, অংশগ্রহণই বড় কথা। আজ পরাজিত হলেও এ পরাজেয়র মধ্যেই জয় নিহিত আছে। এ পথ ধরেই একদিন জয় নিশ্চিত হবে।
সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া বলেন, শুধু লেখাপড়ায় জীবন নয়, নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে, বিকশিত হয় মানবিক গুনাবলী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার সকল স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও শারীরিক শিক্ষার শিক্ষকগণ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি উপস্থাপন করেন আদর্শ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন। ৪দিনব্যাপী অনুষ্ঠিত শীতকালীন খেলাধুলাগুলো পরিচালনা করেন ইসলাম রকিব, ফিরোজ উদ্দীন, হাফিজুর রহমান, আব্দুল হাই, সোয়েব, হাসান, খাইরুল ইসলাম, দিলরুবা খুকুসহ অনেকে।
উল্লেখ্য, শীতকালীন খেলাধুলার মধ্যে ছিলো বালক-বালিকা ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, সাইকেলিং, দড়িলাফ ও অ্যাথলেটিক্স। আজ থেকে শুরু হবে জেলা পর্যায়ের খেলাধুলা।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ