স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ী সাবেক পিএসজি এবং বার্সেলোনা তারকা রোনালদিনহো প্যারাগুয়ে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হন। ভুয়া পাসপোর্ট ব্যবহার করে প্যারাগুয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার হন তিনি এবং ভাইয়ের সঙ্গে কারাভোগ করেন। রোনালদিনহোর গ্রেফতার হওয়া ও কারাভোগ নিয়ে অনেক সংবাদ বেরিয়েছে। টাকার অভাবে ছাড়া পাচ্ছেন না, মেসি তাকে টাকা দিয়ে ছাড়ানোর ব্যবস্থা করছেন ইত্যাদি। কিন্তু মিলানে খেলা সাবেক এই ফুটবলারের এ নিয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি। এবার তিনি কথা বললেন, তার গ্রেফতার হওয়া নিয়ে। জানালেন, ভুয়া পাসপোর্ট ব্যবহারের দায়ে তাকে গ্রেফতার করা ও কারাগারে পাঠানোয় তিনি অবাক হয়েছিলেন, ‘শুনে অবাক হলাম যে, আমাদের সঙ্গে থাকা কাগজপত্র সঠিক নয়। এরপর থেকেই আমরা বিচার বিভাগকে সহায়তা করে এসেছি। ঘটনাটা তাদের কাছে ব্যাখ্যা করেছি। কিভাবে এটা ঘটল সেটা জানিয়েছি।’ কারাগারে যাওয়ার বিষয়টি নিয়ে ব্যালন ডি’ অর জয়ী এই ব্রাজিলিয়ান বলেন, ‘ওটা একটা ধাক্কার মতো ছিল। কখনই ভাবিনি জীবনে আমাকে ওমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। আমার ফুটবল জীবনে আমি পেশাদার হওয়ার সর্বোচ্চ চেষ্টা করে গেছি। ফুটবল শৈলি দিয়ে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করে গেছি।’ ৩২ দিন কারাভোগ করা ৪০ বছর বয়সী সাবেক এই তারকা বলেন, ‘প্রথম দিন থেকেই প্যারাগুয়ের লোকজন আমার প্রতি ভালোবাসা দেখিয়েছেন, আমাকে সম্মান করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমার সবসময় বিশ্বাস ছিল সবঠিক হয়ে যাবে। সেজন্য আমি প্রার্থনা করেছি।’
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ