কার্পাসডাঙ্গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টার সময় সুপার স্টার ক্লাবের আয়োজনে কার্পাসডাঙ্গা হাইস্কুল মাঠে কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেমের সঞ্চানলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মন্টু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, কৃষকদল নেতা তোতাম, বিএনপি নেতা সামসুল আলম, আব্দুস সালাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি করম আলী মেম্বার, বিএনপি নেতা অ্যাড. আব্দুল্লাহ আল মামুন এরশাদ, উপজেলা বিএনপির সদস্য শাহজাহান আলী, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্মআহবায়ক আব্দুল মতিন খসরু, সাবেক খেলোয়াড় আশানুর রহমান মনি। এ সময় উপস্থিত ছিলেন কুড়–লগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন রাসেল, সহসভাপতি রফিকুল ইসলাম, ব্যবসায়ী শাহনেয়াজ লিডার, বাবু মিয়া, কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নিয়ামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্মআহবায়ক আব্দুল কাদের, যুবদল নেতা কবির, তারিকুল, বাবু, কার্পাসডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিন বিশ্বাস, সদস্য সচিব খাইরুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাহিন, উপস্থিত ছিলেন ব্যবসায়ী রাজন মিয়া, মুক্তার, আব্দুর রশিদ। খেলায় ধারাভাষ্যকার ছিলেন মিঠু ও আবু সুফিয়ান। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন হাতিভাঙ্গা ও মদনা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More