মাথাভাঙ্গা মনিটর: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতির অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা। সেই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে লঙ্কান দল। যার নেতৃত্বে থাকছেন চারিথ আসালাঙ্কা। সিরিজের প্রথম ম্যাচ বুধবার। দ্বিতীয় ম্যাচ শুক্রবার। দুটি ম্যাচ দিনে অনুষ্ঠিত হবে। ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। স্কোয়াডে সর্বশেষ নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দল থেকে একটি পরিবর্তন এনেছে লঙ্কানরা, বাদ পড়েছেন চামিন্দু বিক্রমাসিংহে। বাকিসব অপরিবর্তিত। শ্রীলঙ্কার দিক থেকে চিন্তা করলে এই সিরিজের তেমন কোনো গুরুত্ব নেই। তবে অস্ট্রেলিয়ার কাছে বেশ গুরুত্বপূর্ণ এই সিরিজ। এই সিরিজ খেলেই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে চলে যাবে অজিরা। সেই সাথে একের পর এক চোটের থাবায় দলের নিয়মিত ক্রিকেটারদের অনেককেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাবে না অস্ট্রেলিয়া। ফলে সেসব জায়গায় বিকল্প ক্রিকেটারদের বাজিয়ে দেখার সুযোগও মিলবে লঙ্কা সিরিজে। লঙ্কানদের দলে যথারীতি অধিনায়ক হিসেবে আছেন চারিথ আসালাঙ্কা। মিডল অর্ডারে ব্যাট হাতে দলের বড় আস্থাও তিনি। পাথুম নিসাঙ্কার ফর্ম কিছুটা চিন্তার কারণ হলেও নিশান মাদুশকা, নুয়ানিদু ফার্নান্দো, আভিষকা ফার্নান্দো, কুশল মেন্ডিসরা ছন্দে আছেন। বোলিং ইউনিটে স্পিনার আছেন বেশ কয়েকজন – ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুনিথ ভেল্লালাগে এবং জেফরে ভ্যান্ডারসে। পেস ইউনিটে রয়েছেন আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, ঈশান মালিঙ্গা এবং মোহাম্মদ শিরাজ। শ্রীলঙ্কা ওয়ানডে দল: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), নিশান মাদুশকা, নুয়ানিদু ফার্নান্দো, আভিষকা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিসাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জানিথ লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, ঈশান মালিঙ্গা, মোহাম্মদ শিরাজ, মাহিশ থিকশানা, জেফরে ভ্যান্ডারসে, দুনিথ ভেল্লালাগে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.