স্টাফ রিপোর্টার: বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলার কমিটি গঠন করা হয়েছে। এতে মো. আব্দুল মোমিন কমিশনার ও মো. বেলাল হোসেন সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলার বিশেষ কাউন্সিল সভায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভায় সভাপতিত্ব করেন জেলা অ্যাডহক কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্কাউটস খুলনা অঞ্চলের অ্যাডহক কমিটির সদস্য মনোয়ার আহমেদ (লিডার ট্রেনার) এবং মো. জাহিদুল ইসলাম (ইয়ং এডাল্ট প্রতিনিধি)। জেলা অ্যাডহক কমিটির অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন মোছা. দিলআরা চৌধুরী, অহীন্দ্র কুমার ম-ল, মোছা. কামরুন্নাহার, মো. আকবর আলী ও মো. শাফিউল ইসলাম। সভার কার্যক্রম পরিচালনা করেন জেলা স্কাউটসের সদস্য সচিব ও উপ-পরিচালক একেএম আশিকুজ্জামান। সভায় কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল মোমিন ‘কমিশনার’ এবং গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (কম্পিউটার) মো. বেলাল হোসেন ‘সম্পাদক’ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলার অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ, কাউন্সিলরগণ এবং চার উপজেলার কমিশনার ও সম্পাদকসহ অন্যান্য কাউন্সিলর। আনন্দঘন পরিবেশে নির্বাচিত সকল পদের অধীনেই নির্বাচন সম্পন্ন হয়। নবাগত সম্পাদক মো. বেলাল হোসেন সভার সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপনসহ সহযোগিতা কামনা করেন। সেই সাথে বাংলাদেশ স্কাউট্স চুয়াডাঙ্গা জেলার স্কাউট কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.