- মাদকসহ আটক ফার্মেসি মালিকসহ তিন মাদককারবারির ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ আটকের পর এক ফার্মেসি মালিকসহ তিন মাদককারবারিকে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুর ও বিকেলে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৫ গ্রাম গাঁজা ও ৪৯১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। আটক তিনজনকে ভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। সাজাপ্রাপ্ত তিনজন হলেন, সদর উপজেলার যাদবপুর মাস্টারপাড়ার মৃত আবুল হোসেন ম-লের ছেলে মতিয়ার রহমান (৬৫), আলমডাঙ্গা উপজেলার গরচাপড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আজাদুর রহমান বিপ্লব (৪০) ও চুয়াডাঙ্গা রেলবাজার এলাকার সুরুজ ফার্মেসির মালিক মসজিদপাড়ার মৃত আলতাফ শেখের ছেলে মনির হোসেন (৫১)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গতকাল সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে অভিযান চালান সদর উপজেলার যাদবপুর গ্রামে। এ সময় গ্রামের মাস্টারপাড়ার মতিয়ার রহমানকে নিজবাড়ি থেকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৫ গ্রাম গাঁজা। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫ মাসের কারাদ- ও ৫০০ টাকা অর্থদ- প্রদান করা হয়। বিকেল ৪টার দিকে একই দল অভিযান চালান চুয়াডাঙ্গা জেলা শহরের রেলবাজার এলাকায়। এ সময় রেলগেট এলাকা থেকে আটক করা হয় আলমডাঙ্গা উপজেলার গরচাপড়া গ্রামের আজাদুর রহমান বিপ্লবকে। তার দেহতল্লাশি করে উদ্ধার করা হয় ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় রেলবাজারের সুরুজ ফার্মেসিতে। সেখানে তল্লাশি করে উদ্ধার করা হয় ৪৮৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। আটক করা হয় ফার্মেসি মালিক মনির হোসেনকে। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মনির হোসেনকে ১ বছর ৭ মাসের কারাদ- সাথে ৫ হাজার টাকা অর্থদ- এবং বিপ্লবকে ১ বছরের কারাদ- ও ৫০০ টাকা অর্থদ- প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। গতকালই সাজাপ্রাপ্ত তিনজনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ