ভালাইপুর প্রতিনিধিঃ আলমডাঙ্গা চিৎলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য ভালাইপুর গ্রামের শুকুর আলী করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদ আছর জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।
জানাগেছে আলমডাঙ্গা চিৎলা ইউনিয়নের ভালাইপুর গ্রামের মৃত্যু গোলাম কাদের ওরফে নবীছদ্দীনের মেজ ছেলে ইউপি সদস্য ও ভালাইপুর মোড় মন্ডল মার্কেটের মালিক শুকুর আলী (৬০) গত কয়েক সপ্তাহ ঠান্ডা জ্বরে ভুগছিলো, রোববার রাত্রে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকগন করোনা সন্দেহে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রেখে করোনার চিকিৎসা দিচ্ছিল। সোমবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবারের সদস্য, আত্মিয় স্বজন সহ ভালাইপুর মোড়ের ব্যাবসায়ীদের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। বাদ আছর ভালাইপুর ঈদগা ময়দান মাঠে জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সম্মত পরিবারকে সমবেদনা জানিয়ে শোক সম্মত পরিবারকে সমবেদনা জানিয়েছেন জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান করীর, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান, চিৎলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব ও ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক সোহেল রানা শান্তি।