কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের কলেজ পড়ুয়া ছাত্র ইকবাল (২৫) তালসারির ইকোপার্ক সড়কে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দ্রবাস গ্রামের শেখপাড়ার শহিদুল হকের ছেলে মোঃ ইকবাল (২৫) বিকাল ৫ টার দিকে তালসারি ইকোপার্কের দিকে মোটরসাইকেলযোগে রওনা হয়। এসময় বিপরিত দিক থেকে আসা আম বোঝায় একটি পিকআপ মোটরসাইকেলের সাথে সামনে ধাক্কা লাগলে মোটরসাইকেল থেকে আছড়ে পরে ঘটনাস্থলেই ইকবালে মৃত্যু হয়। পিকআপের ধাক্কায় মোটরসাইকেল ধুমড়ে মুছড়ে যায়। এসময় পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে মৃত্যু ইকবালের পরিবারের লোকজন ঘটনাস্থলে আসে। ইকবাল দর্শরা সরকারি কলেজের অনার্সের ছাত্র বলে জানাগেছে। এদিকে খবর পেয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ও নাটুদাহ পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে।\