মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ক্লিনিক ও ডায়াগণস্টিক অনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে মেহেরপুরের ডা. তাহের ও ডা. লিনা ম্যাটস মিলনায়তনে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা ক্লিনিক ও ডায়াগণস্টিক অনার অ্যাসোসিয়েশনের সহ–সভাপতি ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. আবু তাহের সিদ্দিকী, ডা. আব্দুস সালাম, ক্লিনিক মালিক কামরুল হাসান চাঁদু, কেএম ফজলুল করিম, শহিদুল ইসলাম, বিজয় কুমার প্রমুখ।
উল্লেখ্য, মেহেরপুর জেলা ক্লিনিক ও ডায়াগণস্টিক অনার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ গত ১৩ অক্টোবর রাত ৩ টার দিকে করোনা পজেটিভ নিয়ে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ