গাংনী প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে কাদা রাস্তায় জন জীবন অতিষ্ট। প্রতিকার না পেয়ে রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানালেন মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামবাসী। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটার দিকে গ্রামের নারী পুরুষ রাস্তায় মানব বন্ধন শেষে ব্যতিক্রমি এ প্রতিবাদ জানান।
স্থানীয় সুত্রে জানা গেছে, ধানখোলা গ্রামের মাঝেরপাড়ার বুলু মিয়ার বাড়ি থেকে বাগানপাড়ার মাঠ পর্যন্ত রাস্তাটি স্বাধীনতা পরবর্তী সময়ে গ্রামের মানুষের চলাচল ও ফসল ঘরে নিয়ে আসার একমাত্র অবলম্বন। রাস্তাটি দীর্ঘদিন ধরেনই কাঁচা রয়ে গেছে। সড়ক আইডি না থাকায় রাস্তাটি পাঁকা করণের উদ্যোগও নেয়নি সংশ্লিষ্ঠ সরকারি দপ্তর। চলতি মৌসূমে অতি বর্ষণে রাস্তাটি মানুষ চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। প্রতিবাদকারীদের পক্ষ থেকে ধানখোলা গ্রামের বাগানপাড়ার তোতা মিয়া জানান, এ রাস্তার পাশে দুই শতাধিক পরিবার রয়েছে।বাড়ি থেকে বের হয়ে কোথাও যেতে হলে এ রাস্তার কোন বিকল্প নেই।এছাড়াও গ্রামের অর্ধেক মানুষের মাঠের ফসল তোলার জন্য এ রাস্তাটি অত্যান্ত গুরুত্বপূর্ণ। আনুমানিক দুই কিলোমিটার রাস্তা পাকা করা গেলে গ্রামের মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধান হবে। জানতে চাইলে এলজিইডি গাংনী উপজেলা প্রকৌশলী গোলাপ আলী বলেন, বিষয়টি খতিয়ে দেখে রাস্তার আইডি নম্বর তৈরী পুর্বক রাস্তাটি পাকা করণের ব্যবস্থা গ্রহণ করা হবে।