আলমডাঙ্গা ব্যুরো: কয়েক মিনিটের জন্য দোকান ছেড়ে বাথরুমে গিয়ে ৯ জোড়া সোনার কানের দুল খোয়ালেন আলমডাঙ্গা সোনাপট্টির সীতা জুয়েলার্সের মালিক অসীম কুমার সানতারা মুক্ত। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ জুয়েলার্স মালিক অসীম কুমার সানতারা মুক্ত জানান, বিকেল ৫টার দিকে তিনি দোকান ছেড়ে বাথরুমে যান। দুই/তিন মিনিট পরে ফিরে গিয়ে দেখেন তার সর্বনাশ হয়ে গেছে। গয়নার শো-কেসের একটা ট্রে-তে রাখা সোনার ৯টি কানের দুল উধাও। তার বুঝতে আর বাকী থাকে না যে চোর তার আশপাশেই ওত পেতে ছিলো। ৯টি দুলের ওজন প্রায় ৫ ভরি হবে বলে জুয়েলার্স মালিকের দাবি। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।
সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানার এস আই সিদ্ধার্থ ও এসআই সঞ্জিত কুমার ঘটনাস্থলে ছুটে যান। এসআই সঞ্জিত কুমার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চোর এলাকার পরিচিত কেউ। যে আগেই জুয়েলার্স মালিকের গতিবিধি সম্পর্কে জ্ঞাত ছিলো। ঘটনার পর চোর শনাক্ত ও আটক করতে পুলিশ মাঠে কাজ করছে। তবে শহরের বেশির ভাগ সিসিটিভি ক্যামেরা নষ্ট।
এছাড়া, আরও পড়ুনঃ