৩টি ওষুধের দোকানসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে জরিমানা
দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও বাজার মনিটরিং করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানাগেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে দিকে কার্পাসডাঙ্গা বাজারের মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, স্যাম্পলের ওষুধ বিক্রি করার অপরাধে ড্রাগস অ্যাক্ট, ১৯৪০ এর বিভিন্ন ধারায় ৩টি ওষুধের দোকানে জরিমানা করা হয়। এছাড়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রস্তুত ও বিক্রয়, মাংসের মূল্য তালিকা প্রদর্শন না করা ইত্যাদি কারণে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়। এবং রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে ৩টি মুদিখানার দোকানে, ৪টি তরমুজের দোকানে মনিটরিং করা হয় ও ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়। মানবদেহের ক্ষতিকর সাল্টু, পশুর লবণ, মানহীন রং হোটেলে ব্যবহার না করার জন্য হোটেলে নির্দেশ দেয়া হয়। রাস্তায় খোলা গাড়িতে মাটি পরিবহনের দায়ে ট্রাক্টরের চালককে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ আইনে জরিমানা করা হয়। এবং আটককৃত গাড়ির মালিককে ডেকে এনে ড্রাইভারকে মুচলেকা নেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ জানান, ইউএনও স্যারের নির্দেশে রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় কার্পাসডাঙ্গা বাজারে। বিভিন্ন অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানসহ ব্যক্তিকে বিভিন্ন কারণে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা ড্রাগস সুপার মো. মাহফুজুর রহমান, দামুড়হুদা স্যানিটারি ইন্সপেক্টর জামাত আলী, কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি এসআই আতিকুর রহমান জুয়েলসহ পুলিশ সদস্যরা।