চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) । এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ২৭৩ ভরি রূপার গহনা। শনিবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ খালেকুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দর্শনা সীমান্তে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে রূপা পাচার করছে চোরাকারবারীরা এমন গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার হরিবুদপুর গ্রামের সড়কের উপর অভিযান চালানো হয়। সেখান থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ২৭৩ ভরি রূপার গহনা। যার ওজন ১৪ কেজি ৮৫০ গ্রাম। জব্দ করা হয় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল, ২ টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬৮ টাকা। আটকেরা হলেন- দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের নওশাদ আলীর ছেলে জিসান আলী ওরফে হৃদয় (২০) ও একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে বিপুল হোসেন (২১)। তিনি আরও জানান, আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২০ লাখ ৪২ হাজার ৫৬৮ টাকা। আটককৃত মালামালসহ আসামীদের দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে বিজিবি।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ