স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য আরেকবার নৌকায় ভোটদিন
ঝিনাইদহে স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে বাহাউদ্দিন নাসিম
ঝিনাইদহ প্রতিনিধি: আরেক বার শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য ভোট চাইলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম। তিনি গতকাল শুক্রবার বিকেলে ওয়াজির আলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ঝিনাইদহ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছিলেন। এ সময় তিনি বলেন, যারা ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করে, হাঙ্গামা দাঙ্গা করে, তারাই প্রতিটি মুহূর্তে বিদেশীদের কাছে ধর্না দিয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। তাদের একটিই লক্ষ্য শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করা। তারা দেশের মানুষের জন্য রাজনীতি করে না। তারা উন্নয়নে রাজনীতিকে ধুলিসাৎ করার রাজনীতি করে। তারা এ দেশকে পাকিস্তান-আবগানস্থান বানাতে চাই। মাত্র ৪ মিনিটের বক্তব্যে তিনি বলেন, এ দেশ সাধারণ মেহনতি মানুষের দেশ। আমরা রক্ত দিয়ে হলেও শেখ হাসিনার বাংলাদেশ, শেখ মুজিবের বাংলাদেশকে রক্ষা করবো। শেখ হাসিনার নেতৃত্বে এ দেশকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত অসম্প্রদায়িক দেশ গড়ে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে প্রধান বক্তা বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বিএনপি জামাত জোটের সাথে বর্তমান আওয়ামী লীগের সরকারের তুলনা মূলক উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশের উন্নয়ন কেউ আর ঠেকাতে পারবে না। এ সময় তিনি আগামী জাতীয় নির্বাচনের নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করে বলেন, জননেত্রী শেখ হাসিনা পরাজিত হলে পরাজিত হবে বাংলাদেশ। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য প্রবীণ নেতা আব্দুল হাই বলেন, হাই ভাই, হাই ভাই, মিন্টু ভাই, মিন্টু ভাই করে লাভ নেই। শেখ হাসিনা যদি না থাকে তাহলে আমাদের কারোর অস্তিত্ব থাকবে না। সামনে নির্বাচন আসছে, আমাদের জয়ী হতে হবে। সমস্ত বিভেদ ভুলে জয়ী হতে হবে। পরাজিত হওয়ার কোন সুযোগ নেই। যদি আমাদের জীবনও যায় তাহলেও দেশের স্বার্থে, শেখ হাসিনার স্বার্থে বিজয় ছিনিয়ে আনতে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তৃতা করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য পারভিনা জামান কল্পনা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, বাংলাদেশ আ.লীগের সদস্য নির্মল চ্যাটার্জী, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ও সৈয়দ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েমসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি আহাদুর রহমান খোকন। সঞ্চালনায় ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব রানা হামিদ। এর আগে বিকেল ৪টার দিকে সম্মেলনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম।