স্বৈরশাসনকে আর দীর্ঘায়িত হতে দেয়া হবে না
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় ছাত্রসমাবেশে বক্তারা
স্টাফ রিপোর্টার: ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা ও মেহেরপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। নেত্রীকে দ্রুত মুক্তি দিতে ছাত্রদল রাজপথে থেকে সমস্ত অপশক্তিকে মোকাবেলা করবে। ছাত্রদলের মাধ্যমেই স্বৈরশাসনের পতন হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। ছাত্রদলের ইতিহাস গৌরবময় ইতিহাস। স্বৈরশাসকের মসনদ উচ্ছেদ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদলের ভূমিকা ইতিহাসের উজ্জ্বল অধ্যায় হয়ে আছে। ছাত্রদল সঙ্কটকাল মোকাবেলায় বদ্ধপরিকর। স্বৈরশাসনকে আর দীর্ঘায়িত হতে দেয়া হবে না। সমাবেশে বক্তারা বলেন, অতীতের মত সকল আন্দোলন সংগ্রামে ছাত্রদল রাজপথে ছিলো এবং ভবিষ্যতেও রাজপথে থাকবে।
চুয়াডাঙ্গায় গতকাল বেলা ১০টার দিকে সাহিত্য পরিষদ প্রাঙ্গণে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি তৌফিক এলাহী। প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতা। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন। জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদের উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ সভাপতি মো. সাইফুল ইসলাম, আশিকুল হক শিপুল, মোস্তফা কামাল, সাহাবুদ্দিন আহমেদ, সাহাবুদ্দিন আহমেদ বুদ্দীন, আশিকুর রহমান, তৌহিদুজ্জামান তৌহিদ, যুগ্ম সম্পাদক রোকন জোয়ার্দ্দার, সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ ইরান, ইকরামুল হক, সদস্য তৌফিকুজ্জামান শ্রাবণ ও সদস্য শোয়েব তিতাস। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সভাপতি মাসুদ রানা মুক্ত, শেখ সাহাবাদের সুজন, জিলাল হোসেন, শরিফুল ইসলাম ছোটন, যুগ্ম সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব, সাইমুম আহমেদ ইকবাল, জমির উদ্দিন, আশরাফুল আলম দোদুল সহ সাধারণ সম্পাদক কায়েস আহমেদ, নাজমুস সাকিব, সহ সাংগঠনিক সম্পাদক স্বাধীন শেখ, রাশিদুল ইসলাম, মুক্তিযুদ্ধ গবেষণা বিষয়ক সম্পাদক হিরক আহমেদ, যোগাযোগ সম্পাদক সৌরভ আরেফিন শাওন, আপ্যায়ন সম্পাদক শুকুর আলী, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচিব আল ইমরান রাসেল, যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান মাবুদ, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনিসুর রহমান, সদস্য সচিব মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক আমির সোহেল, হাসানুজ্জামান রাজ, সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইকবাল, সদস্য সচিব সাইমুম আরাফাত, যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান, রুবেল হোসেন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সৌরভ, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এমডি কে সুলতান, দর্শনা থানা ছাত্রদলের আহ্বায়ক নাফিউল ইবনে লিমন, সদস্য সচিব ফরহাদ হোসেন, যুগ্মআহ্বায়ক শহীদ ইসলাম সুজন, সামাউল ইসলাম, দর্শনা পৌর ছাত্রদলের সদস্য সচিব আল মামুন, আব্দুল মুকিত, দর্শনা কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফজলুর রহমান, সদস্য সচিব পলাশ আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জেল হোসেন মুফা, নুর উদ্দিন, রাজু আহমেদ, আসিফ হাসান, জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান, সদস্য সচিব মোকছেদুর রহমান, যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী, রাজন আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক কিরন হাসনাত রাসেল ও জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. মনিরুল ইসলাম। সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আবু সুফিয়ান। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গত ১ জানুয়ারি জেলা ছাত্রদলের ভি জে স্কুল রোডস্থ কার্যালয়ে সকাল ৯ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
মেহেরপুর অফিস জানিয়েছে, ‘দু হাত রাঙাও বারুদে, প্রস্তুত থেকো, প্রস্তুত রেখো নিজেকে’ এই সেøাগানে মেহেরপুরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেলা ছাত্রদলের উদ্যোগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ও মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আরজুল্লাহ মাস্টার বাবলু। এছাড়াও বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাজন, মুজিবনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আকিব জাবেদ সেনজির, সদস্য সচিব আফিরুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোল্লা নাজমুল হোসেন, সদস্য সচিব ফজলে রাব্বি, গাংনী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজেদুর রহমান বিপ্লব, সদস্য সচিব রিপন হোসেন, মেহেরপুর পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক তৌফিক এলাহী, সদস্য সচিব জার্জিস ইউসুফ রৌমিক, গাংনী পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা ও সদস্য সচিব মো. শিশির। এছাড়া সেখানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সব ইউনিটের ছাত্রনেতা ও সাবেক ছাত্রদলের নেতারা।