স্টাফ রিপোর্টার: স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর যৌথ সাইকেল র্যালি চুয়াডাঙ্গায় এসে পৌঁছেছে। র্যালিটির নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি র্যাব ও পুলিশ সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সাইকেল র্যালিটি চুয়াডাঙ্গা শহরে এসে পৌঁছায়। পরে দুপুরে মেহেরপুর জেলার মুজিবনগর এলাকার দিকে যাত্রা শুরু করে। বিকেলে আবারও ফেরে চুয়াডাঙ্গায়। গত ১৫ নভেম্বর শুরু হওয়া এ র্যালি শেষ হবে আজ শুক্রবার। র্যালিতে বাংলাদেশের পক্ষে নেতৃত্বে দিচ্ছেন লে. কর্ণেল ফারহান মনির ও ভারতীয় সেনাবাহিনীর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন কর্ণেল মুহিত সিং। র্যালিটির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন সেনাবাহিনীর পাশাপাশি র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা। বাংলাদেশের ২০ জন ভারতের ১৯ জন সেনা সদস্য র্যালিতে অংশ নিয়েছেন।
সেনাবাহিনীসূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর ভারতীয় সেনা বাহিনীর একটি চৌকস দল সাইকেল র্যালি সহকারে যশোর সেনানিবাস এসে পৌঁছায়। সেখানে ফ্লাগ অব শ্রীমনি শেষে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম এ র্যালিতে যোগ দেন। বাংলাদেশের ২০ জন ভারতের ১৯ জন সেনা সদস্য যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় অবস্থান করেন। দুই দেশের সেনা সদস্যরা চুয়াডাঙ্গা সার্কিট হাউস ও যুব উন্নয়ন অধিদফতরে রাত্রীযাপন করেন। যৌথ র্যালিটি আজ শুক্রবার সকালে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করবে। গেদে স্থল বন্দরে এ র্যালিটি স্বাগত জানাবে ভারতীয় সেনাবাহিনী।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ