চুয়াডাঙ্গা-মেহেরপুরের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
স্টাফ রিপোর্টার: ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনাসভায় বক্তারা বলেন, প্রকৃতপক্ষে যারা সমবায়ী তারা যেনো পিছিয়ে না পড়ে। কোনো দুর্নীতি যেনো সমবায়কে ক্ষতিগ্রস্ত করতে না পারে; সেদিকে খেয়াল রাখতে হবে। সমবায়ের মাধ্যমে এদেশের বহু মানুষ স্বাবলম্বী হয়েছে। সমবায় ভিত্তিক সমাজ গড়ে দেশকে টেকসই উন্নয়নের দিকে নিতে সবাইকে এগিয়ে আসতে হবে। আলোচনাসভায় বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন গ্রাম ভিত্তিক সমবায়ের মাধ্যমে সম্মিলিতি উদ্যোগকে জনগণের উন্নয়নে কাজে লাগাতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনুরূপভাবে দেশের সামগ্রিক উন্নয়ন এবং বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জীবনমান উন্নয়নে সমবায়কে বিশেষ গুরুত্ব দিয়েছেন। গ্রামীণ অবকাঠামো পরিকল্পিতভাবে নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন ‘আমার গ্রাম আমার শহর’সহ অনেক মেগা প্রকল্প ও পদক্ষেপ নিয়েছেন। যার বেশিরভাগেরই বাস্তবায়নের কাজ চলছে। শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিতে অবকাঠামো ও যোগাযোগ উন্নয়নে পরিকল্পনাভিত্তিক কাজ চলছে।
চুয়াডাঙ্গায় জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার বেলা ১০টায় কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের প্রাঙ্গণে শোভাযাত্রা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। জেলা সমবায় কর্মকর্তা এফএম সেলিম আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া ও কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি অ্যাড. মহ. শামসুজ্জোহা। আলোচনাসভা শেষে ৯টি সমবায় সমিতি লিমিটেডকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা মমতা বানু। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, আলমডাঙ্গা থানার পুলিশ পরির্দশক তদন্ত তুহিনুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজুয়ানা নাহিদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ শেখ নুর মোহাম্মদ জকু। সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তন্দবায় সমবায় শিল্প সমিতির সভাপতি হাজি গোলাম রহমান সিঞ্জুল, সম্পাদক আবু মুসা, বিআরডিবি চেয়ারম্যান মাও. রবিউল হক, উপজেলা ইউসিসিএর সভাপতি মুকছার আলী, উপজেলা শিক্ষক কর্মচারী সমবায় লিমিটেডের সভাপতি বিপ্লব হোসেন, উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক আবু হাসেম, বুলবুল আহমেদসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দ।
দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদায় দিবসটি উপলক্ষে গতকাল শনিবার বেলা ১১টার দিকে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দামুড়হুদা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস, দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুনসহ সমবায়ীবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশীদ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, দিবসটি উপলক্ষে জীবননগরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে ও শ্রেষ্ঠ সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি ও উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেরা সমবায় কর্মকর্তা নূর আলম। শেষে উপজেলা শ্রেষ্ঠ ৪ সমবায়ী সংগঠন উথলীর হেল্ফ বহুমুখি সমবায় সমিতি, এবলুম বাংলা সঞ্চয় ঋণদান সমবায় সমিতি, শিংনগর মৎস্যজীবী সমবায় সমিতি ও দেহাটি মৎস্যজীবী সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়।
মেহেরপুর অফিস জানিয়েছে, ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে মেহেরপুরে ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ-আল-আসাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার। মেহেরপুর জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসিম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, চাঁদবিল মৎস্য সমবায় সমিতির সদস্য ক্ষুদিরাম হালদার, হরিরামপুর বিল সমবায় সমিতির সভাপতি ফিরাতুল ইসলাম, মেহেরপুর সমবায় ব্যাংকের সভাপতি নুরুল ইসলাম প্রমুখ। পরে সেখানে মৎস্যজীবী সমবায় সমিতিসহ বিভিন্ন সমিতির মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ-আল-আসাদ উপস্থিত থেকে চাঁদবিল মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ, হরিরামপুর বিলপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লি., হাসনাবাদ মৎস্যজীবী সমবায় সমিতি লি., তেরোঘয়িয়া ঈদগাপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লি., দরবেশপুর মৎস্যজীবী সমবায় সমিতি লি., মেহেরপুর সমবায় ব্যাংক লিমিটেড, উদ্যোগ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, সদর উপজেলা শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লিমিটেডকে পুরস্কার বিতরণ করা হয়।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের গাংনীতে এ উপলক্ষে আলােচনাসভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিস আলোচনাসভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টু। এ সময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা মুক্তিযােদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুনতাজ আলী, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও স্থানীয় সমবায় সমিতির প্রতিনিধি আবুল কাশেম, চাঁদপুর সমবায় সমিতির প্রতিনিধি আলমগীর কবির হিরো প্রমুখ। অনুষ্ঠান শেষে সমবায় সমিতি ভালো পরিচালনার জন্য ৩টি সমবায় সমিতির প্রতিনিধিকে পৃরস্কৃত করা হয়।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগরে জাতীয় সমবায় পালন করেছে উপজেলা প্রশাসন ও মুজিবনগর সমবায় বিভাগ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় মুজিবনগর উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তলন পরে উপজেলা হলরুমে আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মনিরুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম মোল্লা, মুজিবনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম, সহকারী উপজেলা সমবায় অফিসার শাহিনুজ্জামান, সাঈদ আনোয়ার, গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি., সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ম্যানেজার মাহাফুজ আলম, গোপালনগর প্রান্তিক ব্যবসাহী সমবায় সমিতি লি. সভাপতি মোখলেছুর রহমান, রুপালী সমবায় সমিতির নির্বাহী পরিচালক হাসানুজ্জামান, সু-প্রতিবেশী সমবায় সমিতির সভাপতি রেহেনা খাতুন প্রমুখ। শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতির মধ্যে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন ঝর্না খাতুন।
মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, মহেশপুর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মামুনুল করিমের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা সমবায় অফিসার শ.ম রাশিদুল আলম, সমাজসেবা কর্মকর্তা জুলফিকার আলী, কৃষি অফিসার হাসান আলী, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম এনামুল হক দুলু প্রমুখ। অনুষ্ঠানে এ বছরের শ্রেষ্ঠ সমবায় পুরস্কারসহ অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়।