সকলের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়

দামুড়হুদায় ব্যস্ত সময় পার করেছেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে ব্যস্ত সময় পার করেছেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। গতকাল বৃহস্পতিবার দিনভর দামুড়হুদা উপজেলার বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠান পরিদর্শন করেন। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. কিসিঞ্জার চাকমা শুরুতে বঙ্গবন্ধু ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, জনগণের ভোগান্তির কথা চিন্তা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বপ্ন ‘স্মার্ট বাংলাদেশ’ গঠন ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। আর উন্নয়নকে বাস্তবে রুপ দিতে হলে সবার আগে আইনশৃঙ্খলা স্বাভাবিকসহ মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং রোধে সবাইকে ভূমিকা রাখতে হবে। সেই সাথে তিনি দামুড়হুদা উপজেলার উন্নয়নের সকল সুবিধা-অসুবিধার পদক্ষেপ নিবেন বলে আশা ব্যক্ত করে বলেন, আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী এটাই আমার বড় পরিচয়। তিনি আরও বলেন, দামুড়হুদা কৃষিতে সম্ভবনাময় উপজেলা। আমরা সবাই মিলে এই স্বপ্নের উপজেলাকে বাস্তবায়নে কাজ করতে চাই।

জেলা প্রশাসক বলেন, সকলের মধ্যে জনসচেতনতা বাড়াতে হবে। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে সবাইকে। নারী ও শিশু নির্যাতনে বাবা-মায়ের পরে শিক্ষকের দায়িত্ব খুবই ব্যাপক ও গভীর। শিক্ষকের প্রশিক্ষণেই গড়ে ওঠে জাতির এক-একটি স্তর। আত্মহত্যা প্রতিরোধ করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শিশুদের বিকাশের সময় তাদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা সফলতার মতো ব্যর্থতাকে মেনে নিতে পারে। পারিবারিক বন্ধনগুলো দৃঢ় করতে হবে আর পরিবারে প্রত্যেকের সঙ্গে গুণগত সময় কাটাতে হবে। মানবসম্পদ উন্নয়নে শিক্ষার অবদান অপরিসীম। একটি দেশ ও জাতির অগ্রগতির মূলে রয়েছে শিক্ষা। ব্যক্তি জীবন তথা সামাজিক জীবনের পাশাপাশি আমাদের জাতীয় জীবনের দৈনন্দিন কাজে কর্মে নৈতিক, মানবিক, ধর্মীয় বোধ, সাংস্কৃতিক চিন্তাধারা ও সামাজিক মূল্যবোধকে উজ্জীবিত করার মূল হাতিয়ার শিক্ষা। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যহার রোধ করতে হবে। বাল্যবিয়ের ব্যাপারে অভিভাবকসহ নিজেকেও সজাগ রাখতে হবে। নিজেদের বাল্যবিয়ে রোধে ৯৯৯ এ ফোন দেয়ার জন্য নির্দেশ দেন। তিনি আরও বলেন, মাদক একটি সুন্দর জীবন নষ্ট করে দেয়। শুধু জীবন নয় পুরো পরিবারকেই ধ্বংস করে দিতে পারে। তাই আমাদের সন্তান কোথায় কি করছে কোথায় যাচ্ছে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সন্তানদের বাল্যবিয়ে রোধে অভিভাবকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে। নিজেদের স্থান থেকে সকলকে সচ্ছ হতে হবে। জনসচেতনতা বাড়াতে হবে। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে সবাইকে। তাহলে আমরা স্মার্ট বাংলাদেশর লক্ষ্যে পৌঁছাতে পারবো।

দামুড়হুদা অফিস জানিয়েছে, চুয়াডাঙ্গার নবাগত প্রশাসকের সাথে দামুড়হুদার বিভিন্ন দফতর ও ব্যক্তিগণের সাথে পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেল উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতার সভাপতিত্বে মতবিনিময়ে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদের সঞ্চালনায় নবাগত জেলা প্রশাসকের জীবনী ও উপজেলার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ। এরপর দামুড়হুদা উপজেলার পারিপার্শ্বিক অবস্থা সংক্রান্ত বিষয়াদি নিয়ে বক্তব্য রাখে জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাজি মো. শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাবেক সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, উপজেলা ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, পারকৃষ্ণপুর মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দর্শনা সরকারি কলেজ অধ্যাপক রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ডা. হেলেনা আক্তার নিপা, উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা হোসনে জাহান, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, কামাল উদ্দীন, কার্পাসডাঙ্গা ইউপি  চেয়ারম্যান আব্দুল করিম প্রমুখ।

কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ, ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গিবাদ মোকাবিলা, নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিয়ে ও ইভটিজিং ও আত্মহত্যা প্রতিরোধে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক আকলিমা খাতুন, রাফিয়া খাতুন, জেসমিন আরা, শিরিনা পারভীন, শরিফুল ইসলাম, মো. মহিবুল্লাহ, খায়রুল ইসলাম, মো. শামিম, ফরহাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন শিক্ষক জাহিদুল ইসলাম।

অপরদিকে, দুপুর ১টায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান আব্দুল করিম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। এর আগে নবাগত জেলা প্রশাসকের সাথে কার্পাসডাঙ্গা ইউপির সকল সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More