মুনাফায় ফিরেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজ লিমিটেড। গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) লোকসান থেকে মুনাফায় ফিরেছে কোম্পানিটি। আজ (রোববার) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ১২ পয়সা। অর্থাৎ ৬ পয়সার লোকসান কাটিয়ে কোম্পনিটি মুনাফায় ফিরেছে। তাতে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২১ টাকা ০৮ পয়সাতে।
১৯৮৪ সালে তালিকাভুক্ত কোম্পানিটি ২০২০ সালে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। কোম্পানির শেয়ার বৃহস্পতিবার সর্বশেষ লেনদেন হয়েছে ২১ টাকা ৮ পয়সায়।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ