দর্শনা অফিস: দর্শনা আকন্দবাড়িয়া নতুনপাড়ায় কেরুজ মাঠে ৩ দিনব্যাপী লোকজ ও বাউল উৎসবের আনুষ্ঠানিক সম্পন্ন হয়েছে। দর্শনা বাউল পরিষদের ২ যুগপূর্তি ও গুরুজি আবতাব শাহ’র ২৫তম সাধুসঙ্গ, লোকজ সাংস্কৃতি অনুষ্ঠানের গতকাল শনিবার ছিলো সমাপনী সন্ধ্যা। সন্ধ্যার পর অনুষ্ঠিত আলোচনাপর্বে প্রধান অতিথি ছিলেন, দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি হাজি খন্দকার শওকত আলী। প্রধান বক্তার বক্তব্য দেন, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য এনামুল হক শাহ মুকুল। বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য ইকবাল হোসেন। দর্শনা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা করেন আরিফুজ্জামান মাস্টার, কামরুজ্জামান বেল্টু স্বাগত বক্তব্য দেন; উৎসবের আয়োজক ট্যালেন্ট হান্ট টপটেন বাউল মনিরুজ্জামান ধীরু। সভায় বক্তারা বলেন, প্রতি বছর ধীরু বাউল এ উৎসবের আয়োজনের মধ্যদিয়ে বাংলার আদি লোকজ সাংস্কৃতি টিকিয়ে রেখেছেন। সুস্থ সাংস্কৃতি চর্চার মাধ্যমে বিনোদনের খোড়াক সৃষ্টি করে প্রসংশিত হচ্ছে আয়োজকরা। এ আয়োজনে ভেসে ওঠে মা ও মাটির ঘ্রাণ। আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন স্থানীয়সহ অতিথি শিল্পীরা।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.